Ajker Patrika

পর্যটক শূন্য কুয়াকাটা, লোকসানের আশঙ্কা ১০ কোটি টাকা 

পটুয়াখালী প্রতিনিধি
Thumbnail image

বরিশালে বিএনপির গণসমাবেশের একদিন আগে ঢাকা-কুয়াকাটা রুটে বাস চলাচল বন্ধ থাকার ঘোষণায় ইতিমধ্যে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। হোটেল-মোটেলে ৮০ শতাংশ অগ্রিম বুকিং বাতিল হয়ে গেছে। আগামীকাল শুক্রবার থেকে বরিশাল জেলা বাস মালিক সমিতির দুই দিনের ধর্মঘটে কুয়াকাটা পর্যটন খাতে ১০ কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

পর্যটন ব্যবসায়ীরা জানান, কুয়াকাটায় ১৫০টি হোটেল-মোটেল রয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারে ৮০ শতাংশ অগ্রিম বুকিং হয়ে যায়। অন্তত ১৫ হাজারের ও বেশি পর্যটকের সমাগম ঘটে। এতে নিম্নে ১০ কোটি টাকা পর্যটন খাতে আয় হয়। তবে বাস মালিকদের ঢাকা ধর্মঘটের কারণে শুক্রবার থেকে সারা দেশের সঙ্গে কুয়াকাটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। ইতিমধ্যে হোটেল-মোটেলে অগ্রিম বুকিং বাতিল করছেন পর্যটকেরা। এ ছাড়া যারা কুয়াকাটায় ছিলেন তারাও ভ্রমণ সংক্ষিপ্ত করে চলে গেছেন।

এদিকে পর্যটন ব্যবসায়ীদের দাবি, সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক ও ব্যবসায়ীদের দিক বিবেচনা করে দ্রুত ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক পরিবেশ ফেরানোর।

কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক কে এম বাচ্চু বলেন, ‘পুরো সপ্তাহের মধ্যে কুয়াকাটায় পর্যটক আসে মাত্র দুই দিন। সাপ্তাহিক ছুটির দিনের দিকে তাকিয়ে থাকি আমরা। ছুটির দিনে ধর্মঘট দিয়ে আমাদের বিপাকে ফেলা হলো। এদিক বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় ৮০ শতাংশ রুম বুকিং হয়ে থাকে। বাস ধর্মঘটের কারণে এরই মধ্যে ৮০ শতাংশ রুম বুকিং বাতিল হয়েছে। এমন পরিস্থিতি পর্যটনকেন্দ্রগুলোর জন্য অশনিসংকেত। এর ভুক্তভোগী হন পর্যটন সংশ্লিষ্ট বিনিয়োগকারী ও কর্মচারীরা।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ ধর্মঘটে পর্যটন ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছে। ১০ কোটি টাকার লোকসানের আশঙ্কা রয়েছে। এ ছাড়া বিএনপির সমাবেশের কারণে বরিশালের দিকে মানুষ বেশি যাচ্ছে। এতে যেসব পর্যটকদের নিজস্ব গাড়ি রয়েছে তারাও আসতে পারছে না কুয়াকাটায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত