রেকর্ডে অনন্য লেভা
তিনি রেকর্ডের পেছনে ছুটছেন নাকি রেকর্ড তাঁর পেছনে? যে যাঁর পেছনেই ছুটুক, রবার্ট লেভানডফস্কির মাঠে নামা মানেই যেন নতুন আরেকটি রেকর্ড। শুক্রবার রাতে ভলফসবুর্গের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৪-০ গোলে জয়ে ফের নতুন রেকর্ডের ঝান্ডা উড়িয়েছেন লেভা। এবার ছাড়িয়ে গেলেন কিংবদন্তি জার্ড মুলারকেও।