Ajker Patrika

রেকর্ডে অনন্য লেভা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১: ৪৪
রেকর্ডে অনন্য লেভা

তিনি রেকর্ডের পেছনে ছুটছেন নাকি রেকর্ড তাঁর পেছনে? যে যাঁর পেছনেই ছুটুক, রবার্ট লেভানডফস্কির মাঠে নামা মানেই যেন নতুন আরেকটি রেকর্ড। শুক্রবার রাতে ভলফসবুর্গের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৪-০ গোলে জয়ে ফের নতুন রেকর্ডের ঝান্ডা উড়িয়েছেন লেভা। এবার ছাড়িয়ে গেলেন কিংবদন্তি জার্ড মুলারকেও।

মিউনিখে ৭ মিনিটে মুলারের গোলে প্রথম এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধে এই গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বায়ার্নকে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে উপামেকানো দ্বিতীয়বার এগিয়ে দেন বায়ার্নকে। দুই মিনিট পরেই ব্যবধান ৩-০ করে ভলফসবুর্গকে ম্যাচ থেকে ছিটকে দেন লেরয় সানে। আর ৮৭ মিনিটে ২০২১ সালের ৬৯তম গোলটি আদায় করে নেন লেভানডফস্কি। এই গোলে দলের বড় জয় নিশ্চিত করার পাশাপাশি রেকর্ড বইয়েও পরিবর্তন নিয়ে আসেন এই পোলিশ স্ট্রাইকার।

বুন্দেসলিগায় এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল করায় এত দিন সবার ওপরে ছিলেন মুলার। ১৯৭২ সালে ৪২ গোলের অনন্য কীর্তি গড়েছিলেন মুলার। যে রেকর্ড এত দিন পর্যন্ত অক্ষত ছিল। তবে লেভার দাপটে সেই রেকর্ড ভেঙে গেছে শুক্রবার রাতে। এর আগে গত মে মাসেও মুলারের আরেকটি রেকর্ড নিজের দখলে নিয়েছিলেন লেভা। সেবার তিনি ভেঙেছিলে জার্মান কিংবদন্তির এক মৌসুমে ৪১ গোল করার রেকর্ড।

এ ছাড়া সব মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে বেশি গোল করায় ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। ২০১৩ সালে লেভার সমান ৬৯ গোল করেছিলেন রোনালদো। তবে এ তালিকায় সবচেয়ে সবার ওপরে আছেন লিওনেল। ২০১২ সালে সব জাতীয় দল ও ক্লাবের হয়ে ৯১ গোলের অনন্য এক মাইলফলক সৃষ্টি করেছিলেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...