মারা গেছেন জার্মান ও বায়ার্ন মিউনিখ কিংবদন্তি গার্ড মুলার। ৭৫ বছর বয়সে আজ মারা গেছেন এই ফুটবল কিংবদন্তির। এক বিবৃতিতে মুলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ।
নিজেদের ওয়েবসাইটে বায়ার্নের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ বায়ার্ন মিউনিখের পুরো দুনিয়া থমকে গেছে। জার্মানির হয়ে রেকর্ড শিরোপাজয়ী ও বায়ার্ন কিংবদন্তি আজ সকালে ৭৫ বছর বয়সে মারা গেছেন। মুলারের শোকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বায়ার্ন সমর্থকেরা আজ শোকাহত।’
বায়ার্ন মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছিলেন গার্ড মুলার। জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় তাঁর গোল সংখ্যা ৩৬৫। লিগে হয়েছিলেন সাতবার সর্বোচ্চ গোলস্কোরার। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে করেছিলেন ৬৮ গোল। জার্মানির হয়ে জিতেছেন ১৯৭৪ বিশ্বকাপ। ১৯৭২ সালে জিতেছেন ইউরো।
মুলারের মৃত্যুতে শোক প্রকাশ করে বায়ার্ন প্রেসিডেন্ট হার্ভার্ট হেইনার বলেছেন, ‘বায়ার্ন ও তার সমর্থকের জন্য আজ একটি দুঃখের দিন। গার্ড মুলার না থাকলে বায়ার্ন মিউনিখ আজ এই পর্যায়ে আসতে পারত না। তাঁর নাম ও স্মৃতি চিরজীবন বেঁচে থাকবে।’
জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ও বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘মুলারের মৃত্যুর খবর আমাদের স্তব্ধ করে দিয়েছে। তিনি বায়ার্ন ইতিহাসের একজন কিংবদন্তি। একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে বায়ার্নের উন্নয়নে মুলার যে অবদান রেখেছেন সেটা আর কেউ করে দেখাতে পারেনি। মুলার সারাজীবন আমাদের হৃদয়ে থাকবেন।’
মারা গেছেন জার্মান ও বায়ার্ন মিউনিখ কিংবদন্তি গার্ড মুলার। ৭৫ বছর বয়সে আজ মারা গেছেন এই ফুটবল কিংবদন্তির। এক বিবৃতিতে মুলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ।
নিজেদের ওয়েবসাইটে বায়ার্নের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ বায়ার্ন মিউনিখের পুরো দুনিয়া থমকে গেছে। জার্মানির হয়ে রেকর্ড শিরোপাজয়ী ও বায়ার্ন কিংবদন্তি আজ সকালে ৭৫ বছর বয়সে মারা গেছেন। মুলারের শোকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বায়ার্ন সমর্থকেরা আজ শোকাহত।’
বায়ার্ন মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছিলেন গার্ড মুলার। জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় তাঁর গোল সংখ্যা ৩৬৫। লিগে হয়েছিলেন সাতবার সর্বোচ্চ গোলস্কোরার। জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে করেছিলেন ৬৮ গোল। জার্মানির হয়ে জিতেছেন ১৯৭৪ বিশ্বকাপ। ১৯৭২ সালে জিতেছেন ইউরো।
মুলারের মৃত্যুতে শোক প্রকাশ করে বায়ার্ন প্রেসিডেন্ট হার্ভার্ট হেইনার বলেছেন, ‘বায়ার্ন ও তার সমর্থকের জন্য আজ একটি দুঃখের দিন। গার্ড মুলার না থাকলে বায়ার্ন মিউনিখ আজ এই পর্যায়ে আসতে পারত না। তাঁর নাম ও স্মৃতি চিরজীবন বেঁচে থাকবে।’
জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ও বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘মুলারের মৃত্যুর খবর আমাদের স্তব্ধ করে দিয়েছে। তিনি বায়ার্ন ইতিহাসের একজন কিংবদন্তি। একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে বায়ার্নের উন্নয়নে মুলার যে অবদান রেখেছেন সেটা আর কেউ করে দেখাতে পারেনি। মুলার সারাজীবন আমাদের হৃদয়ে থাকবেন।’
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে