Ajker Patrika

লেভাকে রাজি করিয়ে ফেলেছে বার্সা! 

লেভাকে রাজি করিয়ে ফেলেছে বার্সা! 

গ্রীষ্মকালীন দলবদল ঘিরে ইউরোপীয় ফুটবলে সব সময়ই আলাদা উত্তেজনা ও রোমাঞ্চ কাজ করে। তারকাদের ফুটবলারদের দলে ভেড়াতে তোড়জোড় তো আছেই। এবার গ্রীষ্মকালীন দলবদলে বড় তারকাদের মধ্যে রবার্ট লেভানডফস্কির দিকে যেমন পাখির চোখ করেছে বার্সেলোনা। 

ইতালির ক্রীড়া চ্যানেল স্পোর্ট ইতালিয়া জানাচ্ছে, লেভাডফসাকির সঙ্গে এরই মধ্যে সমঝোতায় এসেছে বার্সা। ২০১৪ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখের সঙ্গে পথচলা শুরু হয়েছিল তাঁর। গত ৮ বছরে জার্মান ক্লাবটির হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। নিজেকে আসীন করেছেন অন্য উচ্চতায়। এ মৌসুমেও ফর্মের তুঙ্গে আছেন লেভা। ৩৭ ম্যাচে করেছেন ৪৫ গোল। 

আগের দুই মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বার্সেলোনা। জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পর পিয়েরে-এমেরিক অবামেয়াং, ফেরান তোরেস, আদামা ত্রাওরেদের মতো প্রতিভাবানদের দলে ভিড়িয়েছেন। ফেরানো হয়েছে অভিজ্ঞ দানি আলভেসকেও। তাতে অল্প সময়েই পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে বার্সা। 
এবার তাদের ‘শপিং লিস্টে’ সবচেয়ে বড় চমক লেভানডফস্কি।  

ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কমও জানিয়েছে, বার্সায় যোগ দিতে রাজি হয়েছেন লেভা। বরুসিয়া ডর্টমুন্ড তারকা আর্লিং ব্রট হালান্ডকে দলে ভেড়ানো কঠিন হয়ে পড়ায় লেভাকে আনার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি। তবে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে ফিফা বর্ষসেরা ফুটবলারের। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ থাকায় তাঁর বার্সায় যোগ দেওয়ার ব্যাপারটি আরও জোরালো হয়েছে। আগামী গ্রীষ্মকালীন দলবদলেই লেভাকে পেতে চাইলে বার্সাকে গুনতে হবে ৫৭০ কোটি ৭৩ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত