সেই লেভার হাতেই উঠতে পারে গোল্ডেন বুট
গত মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন রবার্ট লেভানডফস্কি। এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথেই আছেন বায়ার্ন মিউনিখের পোলিস স্ট্রাইকার। তাঁকে ডাকছে আরও একটা মুকুট। কারণ, গোল নয়, গোল্ডেন বুট দেওয়া হয় পয়েন্টের হিসেবে। যেখানে লেভার ধারেকাছেও কেউ নেই।