বোমাটা ফাটিয়েছে পোল্যান্ডের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম। এক প্রতিবেদনে তারা দাবি করে, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সঙ্গে বার্সেলোনার চুক্তি হয়ে গেছে। যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। অথচ বার্সার তরফ থেকে ঘোষণা এলো ঠিক উল্টো!
পোলিস স্ট্রাইকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। বৃহস্পতিবার রাতে এমনটিই জানালেন বার্সার ক্রীড়া পরিচালক মাতেও অ্যালামানি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে এই ফরওয়ার্ডের কোনো চুক্তি হয়নি। এটা স্রেফ সংবাদমাধ্যমের একটা জল্পনা। এটা (প্রতিবেদনটি) খবরের পাতা ভরার জন্য করা হয়েছে মাত্র।’
বার্সা পরিচালক জানালেন চুক্তি এবং তাঁর সঙ্গে লেভার প্রতিনিধির সঙ্গে বৈঠকের যে খবর বেরিয়েছে তা সত্যি নয়। লেভাকে দলে টানার প্রয়োজন পড়লে বায়ার্ন মিউনিখের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তাঁরা। মাতেও বলেছেন, ‘এটা সত্যি নয়। যদি আমরা তাকে চেয়েই থাকি, তাহলে প্রথমে আমরা খেলোয়াড়টির ক্লাবের সঙ্গে কথা বলতাম।’
এই মৌসুমের মাঝপথে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাভি হার্নান্দেজ। তার চাওয়া একজন বক্স স্ট্রাইকারের। লেভা সেই চাওয়াটা পূরণ করতে পারেন বলে গুঞ্জন আছে। জার্মান লিগে খেলা আরেক তারকা আর্লিং হালান্ডকে নিয়েও বার্সার আগ্রহ আছে বলে অনেক দিন ধরে শোনা যাচ্ছে।
জার্মান সংবাদমাধ্যমে গুঞ্জন আছে, লেভানডফস্কির সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় বায়ার্ন মিউনিখ। কিন্তু চুক্তি নবায়নে নাকি গড়িমসি করছেন পোলিস সেনসেশন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দিপোর্তিভোর দাবি, নতুন চুক্তির ব্যাপারে বায়ার্নের প্রস্তাব নাকি প্রত্যাখ্যান করে দিয়েছেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার।
বোমাটা ফাটিয়েছে পোল্যান্ডের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম। এক প্রতিবেদনে তারা দাবি করে, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সঙ্গে বার্সেলোনার চুক্তি হয়ে গেছে। যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। অথচ বার্সার তরফ থেকে ঘোষণা এলো ঠিক উল্টো!
পোলিস স্ট্রাইকারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। বৃহস্পতিবার রাতে এমনটিই জানালেন বার্সার ক্রীড়া পরিচালক মাতেও অ্যালামানি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে এই ফরওয়ার্ডের কোনো চুক্তি হয়নি। এটা স্রেফ সংবাদমাধ্যমের একটা জল্পনা। এটা (প্রতিবেদনটি) খবরের পাতা ভরার জন্য করা হয়েছে মাত্র।’
বার্সা পরিচালক জানালেন চুক্তি এবং তাঁর সঙ্গে লেভার প্রতিনিধির সঙ্গে বৈঠকের যে খবর বেরিয়েছে তা সত্যি নয়। লেভাকে দলে টানার প্রয়োজন পড়লে বায়ার্ন মিউনিখের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তাঁরা। মাতেও বলেছেন, ‘এটা সত্যি নয়। যদি আমরা তাকে চেয়েই থাকি, তাহলে প্রথমে আমরা খেলোয়াড়টির ক্লাবের সঙ্গে কথা বলতাম।’
এই মৌসুমের মাঝপথে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাভি হার্নান্দেজ। তার চাওয়া একজন বক্স স্ট্রাইকারের। লেভা সেই চাওয়াটা পূরণ করতে পারেন বলে গুঞ্জন আছে। জার্মান লিগে খেলা আরেক তারকা আর্লিং হালান্ডকে নিয়েও বার্সার আগ্রহ আছে বলে অনেক দিন ধরে শোনা যাচ্ছে।
জার্মান সংবাদমাধ্যমে গুঞ্জন আছে, লেভানডফস্কির সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় বায়ার্ন মিউনিখ। কিন্তু চুক্তি নবায়নে নাকি গড়িমসি করছেন পোলিস সেনসেশন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দিপোর্তিভোর দাবি, নতুন চুক্তির ব্যাপারে বায়ার্নের প্রস্তাব নাকি প্রত্যাখ্যান করে দিয়েছেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার।
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে