অনেক চেষ্টা করেও রবার্ট লেভানডফস্কিকে ধরে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার কাছে নিজেদের সেরা খেলোয়াড়কে বিক্রি করে দিতে হয়েছে তাদের। দলের প্রাণ ভোমরাকে হারিয়ে স্বভাবতই হতাশ ও ক্ষুব্ধ বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের সেই হতাশা গোপনও করেননি নাগেলসমান। অর্থনৈতিক সমস্যায় থাকা বার্সা খেলোয়াড় কেনার এত টাকা কীভাবে পাচ্ছে সে প্রশ্নও তুলেছেন তিনি।
গ্রীষ্মের দলবদলে লেভা ছাড়াও রাফিনহার মতো তারকাকে দলে ভিড়িয়েছে বার্সা। অথচ কদিন আগেও বার্সার অর্থনৈতিক সংকটের কথা বেশ ফলাও করে প্রচার করা হচ্ছিল। হঠাৎ করে বার্সা এত টাকা কোথায় পেল তা জানতে চেয়ে নাগেলসমান বলেন, ‘তারা (বার্সেলোনা) লেভা ছাড়া আরও অনেক খেলোয়াড়কে কিনেছে। কীভাবে আমি জানি না। তারা সম্ভবত পৃথিবীর একমাত্র ক্লাব যারা টাকা ছাড়াই খেলোয়াড় কেনে। এটা বেশ অদ্ভুত ও পাগলাটে ব্যাপার।’
শুধু নাগেলমানই নন, দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানোও একই কথা বলেছেন। তাঁর মতে, বার্সার খেলোয়াড় কেনার জন্য এত টাকা কোথায় পেল তা কেউ জানে না। রোমানো বলেছেন, ‘সত্য কথা হচ্ছে, আমি জানি না। ফুটবলের মানুষেরাও জানে না, এজেন্টরা জানে না। কেউ জানে না, তারা এই মুহূর্তে এত টাকা কোথা থেকে পেল।’
অনেক চেষ্টা করেও রবার্ট লেভানডফস্কিকে ধরে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার কাছে নিজেদের সেরা খেলোয়াড়কে বিক্রি করে দিতে হয়েছে তাদের। দলের প্রাণ ভোমরাকে হারিয়ে স্বভাবতই হতাশ ও ক্ষুব্ধ বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের সেই হতাশা গোপনও করেননি নাগেলসমান। অর্থনৈতিক সমস্যায় থাকা বার্সা খেলোয়াড় কেনার এত টাকা কীভাবে পাচ্ছে সে প্রশ্নও তুলেছেন তিনি।
গ্রীষ্মের দলবদলে লেভা ছাড়াও রাফিনহার মতো তারকাকে দলে ভিড়িয়েছে বার্সা। অথচ কদিন আগেও বার্সার অর্থনৈতিক সংকটের কথা বেশ ফলাও করে প্রচার করা হচ্ছিল। হঠাৎ করে বার্সা এত টাকা কোথায় পেল তা জানতে চেয়ে নাগেলসমান বলেন, ‘তারা (বার্সেলোনা) লেভা ছাড়া আরও অনেক খেলোয়াড়কে কিনেছে। কীভাবে আমি জানি না। তারা সম্ভবত পৃথিবীর একমাত্র ক্লাব যারা টাকা ছাড়াই খেলোয়াড় কেনে। এটা বেশ অদ্ভুত ও পাগলাটে ব্যাপার।’
শুধু নাগেলমানই নন, দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানোও একই কথা বলেছেন। তাঁর মতে, বার্সার খেলোয়াড় কেনার জন্য এত টাকা কোথায় পেল তা কেউ জানে না। রোমানো বলেছেন, ‘সত্য কথা হচ্ছে, আমি জানি না। ফুটবলের মানুষেরাও জানে না, এজেন্টরা জানে না। কেউ জানে না, তারা এই মুহূর্তে এত টাকা কোথা থেকে পেল।’
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে