পর্যটকদের জন্য ইউরোপের নিরাপদ ১০ শহর
কোথাও ঘুরতে গেলে সেখানে আপনি নিরাপদ কিনা সেটি অবশ্যই একটি বড় ব্যাপার। নতুন একটি গবেষণায় বিশেষ করে একাকী যারা ভ্রমণে বের হোন তাদের জন্য নিরাপদ দশটি শহরের খোঁজ দেওয়া হয়েছে। গবেষণাটি করেছে ভ্রমণ নিয়ে কাজ করা লুকিং ফোর ডট কম। শহরগুলোয় অপরাধের মাত্রা, নিরাপত্তা সূচক ও টিকটক হ্যাশট্যাগকে বিবেচনায় এনেছে তা