যে শিরোপা বায়ার্নের, বাকিরা পায় না দেখা তার
কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘যে জীবন ফড়িঙের দোয়েলের, মানুষের সাথে তার দেখা হয় নাকো...।’ বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা শিরোপা জয় নিয়েও মনে হয় এমন কিছু বলার সময় এসেছে। এই লিগ শুধুই বায়ার্নের, আর কারও সঙ্গে দেখা হয় নাকো তার। টানা ১০ ও সব মিলিয়ে এখন পর্যন্ত ৩১ বার লিগ শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। আলিয়াঞ্জ