Ajker Patrika

‘মিউনিখে সেদিন অসহায় ও উদভ্রান্ত ছিলেন মেসি’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯: ২৫
Thumbnail image

চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির ছিটকে যাওয়ার প্রায় দুই সপ্তাহ হয়েছে। পরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ড্রও হয়ে গেছে। কিন্তু লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের নিয়ে সমালোচনা এখনো থামেনি। 

পিএসজিকে নিয়ে এখনো সমালোচনার মূল কারণ হচ্ছে দলের স্কোয়াড। অথচ সমালোচনার পরিবর্তে তাদের স্কোয়াড নিয়ে প্রশংসা করার কথাই ছিল সকলের। লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমারদের নিয়ে সাজানো আক্রমণভাগ এবারও ব্যর্থ হয়েছে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে। 

দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করলেও পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে বাজে খেলেছেন মেসি। বিশেষ করে শেষ ষোলোর দ্বিতীয় লেগে। আর এ নিয়েই সমালোচনা করেছেন ফিলিপ লাম। তাঁর মতে, বায়ার্ন মিউনিখের মাঠে অসহায় ও হতাশ ছিলেন মেসি। 

স্পোর্ট বিল্ডকে লাম বলেছেন, ‘মেসি যে আলাদা সে মিউনিখে কিছু মুহূর্ত দেখিয়েছে। তবে তার দক্ষতা উদ্দেশ্য, লক্ষ্য অথবা অভিমুখ ছাড়াই ব্যবহার হয়েছে। এককভাবে পিএসজি জানে না কীভাবে একসঙ্গে গোল করতে হয় এবং দলে অবদান রাখতে হয়। সে অসহায় এবং উদভ্রান্ত ছিল।’ 

চ্যাম্পিয়নস লিগে পিএসজির পারফরম্যান্স যে এমনই ব্যর্থতার হবে সেটি জানিয়েছেন লাম। তাই প্যারিসের ক্লাবের বাদ পড়ায় বিস্মিত হননি জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেছেন, ‘পিএসজি আপনাকে দুঃখ দিতে পারে। মিউনিখে দলটি কোনো খেলা দেখাতে পারেনি। অথচ তাদের দুর্দান্ত খেলোয়াড়দের তা দেখানো উচিত ছিল। তারা পুরোপুরি হতাশ করেছে। তবে এতে আমি বিস্মিত নই। কারণ চ্যাম্পিয়ন লিগ থেকে সব সময় দলটি আগে আগেই বিদায় নেয়।’ 

গতবারের মতো এবারো শেষ ষোলোয় বিদায় নেয় পিএসজি। ঘরের মাঠে ১-০ গোলে হারার পর দ্বিতীয় লেগে ২-০ গোলে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হারে পিএসজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত