ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির ছিটকে যাওয়ার প্রায় দুই সপ্তাহ হয়েছে। পরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ড্রও হয়ে গেছে। কিন্তু লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের নিয়ে সমালোচনা এখনো থামেনি।
পিএসজিকে নিয়ে এখনো সমালোচনার মূল কারণ হচ্ছে দলের স্কোয়াড। অথচ সমালোচনার পরিবর্তে তাদের স্কোয়াড নিয়ে প্রশংসা করার কথাই ছিল সকলের। লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমারদের নিয়ে সাজানো আক্রমণভাগ এবারও ব্যর্থ হয়েছে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে।
দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করলেও পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে বাজে খেলেছেন মেসি। বিশেষ করে শেষ ষোলোর দ্বিতীয় লেগে। আর এ নিয়েই সমালোচনা করেছেন ফিলিপ লাম। তাঁর মতে, বায়ার্ন মিউনিখের মাঠে অসহায় ও হতাশ ছিলেন মেসি।
স্পোর্ট বিল্ডকে লাম বলেছেন, ‘মেসি যে আলাদা সে মিউনিখে কিছু মুহূর্ত দেখিয়েছে। তবে তার দক্ষতা উদ্দেশ্য, লক্ষ্য অথবা অভিমুখ ছাড়াই ব্যবহার হয়েছে। এককভাবে পিএসজি জানে না কীভাবে একসঙ্গে গোল করতে হয় এবং দলে অবদান রাখতে হয়। সে অসহায় এবং উদভ্রান্ত ছিল।’
চ্যাম্পিয়নস লিগে পিএসজির পারফরম্যান্স যে এমনই ব্যর্থতার হবে সেটি জানিয়েছেন লাম। তাই প্যারিসের ক্লাবের বাদ পড়ায় বিস্মিত হননি জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেছেন, ‘পিএসজি আপনাকে দুঃখ দিতে পারে। মিউনিখে দলটি কোনো খেলা দেখাতে পারেনি। অথচ তাদের দুর্দান্ত খেলোয়াড়দের তা দেখানো উচিত ছিল। তারা পুরোপুরি হতাশ করেছে। তবে এতে আমি বিস্মিত নই। কারণ চ্যাম্পিয়ন লিগ থেকে সব সময় দলটি আগে আগেই বিদায় নেয়।’
গতবারের মতো এবারো শেষ ষোলোয় বিদায় নেয় পিএসজি। ঘরের মাঠে ১-০ গোলে হারার পর দ্বিতীয় লেগে ২-০ গোলে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হারে পিএসজি।
চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির ছিটকে যাওয়ার প্রায় দুই সপ্তাহ হয়েছে। পরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ড্রও হয়ে গেছে। কিন্তু লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের নিয়ে সমালোচনা এখনো থামেনি।
পিএসজিকে নিয়ে এখনো সমালোচনার মূল কারণ হচ্ছে দলের স্কোয়াড। অথচ সমালোচনার পরিবর্তে তাদের স্কোয়াড নিয়ে প্রশংসা করার কথাই ছিল সকলের। লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমারদের নিয়ে সাজানো আক্রমণভাগ এবারও ব্যর্থ হয়েছে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে।
দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করলেও পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে বাজে খেলেছেন মেসি। বিশেষ করে শেষ ষোলোর দ্বিতীয় লেগে। আর এ নিয়েই সমালোচনা করেছেন ফিলিপ লাম। তাঁর মতে, বায়ার্ন মিউনিখের মাঠে অসহায় ও হতাশ ছিলেন মেসি।
স্পোর্ট বিল্ডকে লাম বলেছেন, ‘মেসি যে আলাদা সে মিউনিখে কিছু মুহূর্ত দেখিয়েছে। তবে তার দক্ষতা উদ্দেশ্য, লক্ষ্য অথবা অভিমুখ ছাড়াই ব্যবহার হয়েছে। এককভাবে পিএসজি জানে না কীভাবে একসঙ্গে গোল করতে হয় এবং দলে অবদান রাখতে হয়। সে অসহায় এবং উদভ্রান্ত ছিল।’
চ্যাম্পিয়নস লিগে পিএসজির পারফরম্যান্স যে এমনই ব্যর্থতার হবে সেটি জানিয়েছেন লাম। তাই প্যারিসের ক্লাবের বাদ পড়ায় বিস্মিত হননি জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেছেন, ‘পিএসজি আপনাকে দুঃখ দিতে পারে। মিউনিখে দলটি কোনো খেলা দেখাতে পারেনি। অথচ তাদের দুর্দান্ত খেলোয়াড়দের তা দেখানো উচিত ছিল। তারা পুরোপুরি হতাশ করেছে। তবে এতে আমি বিস্মিত নই। কারণ চ্যাম্পিয়ন লিগ থেকে সব সময় দলটি আগে আগেই বিদায় নেয়।’
গতবারের মতো এবারো শেষ ষোলোয় বিদায় নেয় পিএসজি। ঘরের মাঠে ১-০ গোলে হারার পর দ্বিতীয় লেগে ২-০ গোলে বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হারে পিএসজি।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৪ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৪ ঘণ্টা আগে