বায়ার্ন মিউনিখে ৯ মৌসুম একসঙ্গে খেলেছেন রবার্ট লেভানডফস্কি ও থমাস মুলার। বল দেওয়া-নেওয়ায় দুই তারকা ফরোয়ার্ডের মধ্যকার বোঝাপড়াও ছিল অসাধারণ।
লেভা এ মৌসুমে বার্সেলোনায় যোগ দিলেও মুলার থেকে গেছেন বায়ার্নেই। যদিও তাঁদের বন্ধুত্ব আগের মতোই অটুট আছে। চ্যাম্পিয়নস লিগের সুবাদে দুই বন্ধুর পুনর্মিলনীও হচ্ছে আজ।
রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ‘মৃত্যুকূপ’ তকমা পাওয়া ‘সি’ গ্রুপের ম্যাচে লেভার বার্সাকে আতিথ্য দেবে মুলারের বায়ার্ন। এক রাতের জন্য মিউনিখে ফিরে অনুশীলনও শুরু করে দিয়েছেন পোলিশ তারকা। এত দিন মুলারের পাসে কত গোলই তো করেছেন তিনি। তবে আজ কাজটা করতে হবে বার্সা সতীর্থের পাসে।
কিন্তু মুলার যদি ভুলে যান! দীর্ঘ দিনের অভ্যাস বদলাতে না পেরে ভুলে লেভাকে পাস দেন, তাহলে নিশ্চিতভাবেই বায়ার্নের সর্বনাশ ডেকে আনবেন তিনি। সে কারণেই মুলারকে সতর্ক করে দিয়েছেন এ মৌসুমে লিভারপুল ছেড়ে জার্মান ক্লাবে আসা সাদিও মানে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুলার বলেছেন, ‘সাদিও মানে আমাকে গত ১০ দিন ধরে মজা করে বলে আসছে, যাতে ভুলবশতও লেভিকে (লেভানডফস্কিকে) বল পাস না দিই।’
ঠাট্টা ছেড়ে একটু পরেই অবশ্য সিরিয়াস মুলার, ‘শুধু লেভাকে কড়া পাহারায় রাখলে চলবে না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। মাঠে সবার সঙ্গে সবার সংযোগ কয়েক বছর ধরে গড়ে উঠেছে। লেভা না থাকলেও অনেক কার্যকরী ফরোয়ার্ড রয়েছে। প্রতিপক্ষ এখনো জানে না যে, আমাদের আসল স্ট্রাইকার কে।’
মুলার যা-ই বলুন না কেন, নিজেদের ঘরোয়া লিগের দিকে তাকালে বার্সাকেই আজ এগিয়ে রাখতে হবে। যদিও গত তিন বছর বার্সার কাঁধ থেকে ‘বায়ার্ন ভূত’ তাড়ানো যাচ্ছে না। সর্বশেষ তিন দেখায় বাভারিয়ানদের বিপক্ষে ১৪ গোল হজম করেছে কাতালান ক্লাবটি। লেভাকে নিয়ে এবার সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার পালা জাভি হার্নান্দেজের।
বায়ার্ন মিউনিখে ৯ মৌসুম একসঙ্গে খেলেছেন রবার্ট লেভানডফস্কি ও থমাস মুলার। বল দেওয়া-নেওয়ায় দুই তারকা ফরোয়ার্ডের মধ্যকার বোঝাপড়াও ছিল অসাধারণ।
লেভা এ মৌসুমে বার্সেলোনায় যোগ দিলেও মুলার থেকে গেছেন বায়ার্নেই। যদিও তাঁদের বন্ধুত্ব আগের মতোই অটুট আছে। চ্যাম্পিয়নস লিগের সুবাদে দুই বন্ধুর পুনর্মিলনীও হচ্ছে আজ।
রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ‘মৃত্যুকূপ’ তকমা পাওয়া ‘সি’ গ্রুপের ম্যাচে লেভার বার্সাকে আতিথ্য দেবে মুলারের বায়ার্ন। এক রাতের জন্য মিউনিখে ফিরে অনুশীলনও শুরু করে দিয়েছেন পোলিশ তারকা। এত দিন মুলারের পাসে কত গোলই তো করেছেন তিনি। তবে আজ কাজটা করতে হবে বার্সা সতীর্থের পাসে।
কিন্তু মুলার যদি ভুলে যান! দীর্ঘ দিনের অভ্যাস বদলাতে না পেরে ভুলে লেভাকে পাস দেন, তাহলে নিশ্চিতভাবেই বায়ার্নের সর্বনাশ ডেকে আনবেন তিনি। সে কারণেই মুলারকে সতর্ক করে দিয়েছেন এ মৌসুমে লিভারপুল ছেড়ে জার্মান ক্লাবে আসা সাদিও মানে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুলার বলেছেন, ‘সাদিও মানে আমাকে গত ১০ দিন ধরে মজা করে বলে আসছে, যাতে ভুলবশতও লেভিকে (লেভানডফস্কিকে) বল পাস না দিই।’
ঠাট্টা ছেড়ে একটু পরেই অবশ্য সিরিয়াস মুলার, ‘শুধু লেভাকে কড়া পাহারায় রাখলে চলবে না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। মাঠে সবার সঙ্গে সবার সংযোগ কয়েক বছর ধরে গড়ে উঠেছে। লেভা না থাকলেও অনেক কার্যকরী ফরোয়ার্ড রয়েছে। প্রতিপক্ষ এখনো জানে না যে, আমাদের আসল স্ট্রাইকার কে।’
মুলার যা-ই বলুন না কেন, নিজেদের ঘরোয়া লিগের দিকে তাকালে বার্সাকেই আজ এগিয়ে রাখতে হবে। যদিও গত তিন বছর বার্সার কাঁধ থেকে ‘বায়ার্ন ভূত’ তাড়ানো যাচ্ছে না। সর্বশেষ তিন দেখায় বাভারিয়ানদের বিপক্ষে ১৪ গোল হজম করেছে কাতালান ক্লাবটি। লেভাকে নিয়ে এবার সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার পালা জাভি হার্নান্দেজের।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৮ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে