Ajker Patrika

বায়ার্নকে হারাতে প্রস্তুত পিএসজি, বলছেন মেসি

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৪: ১০
বায়ার্নকে হারাতে প্রস্তুত পিএসজি, বলছেন মেসি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে এমনিতেই পিছিয়ে আছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তার ওপর চোটে পড়ে নেইমার ছিটকে গেছেন কয়েক মাসের জন্য। আলিয়াঞ্জ অ্যারেনায় আজ শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্নকে হারানো পিএসজির কাছে অনেকটা চ্যালেঞ্জিং। তবু বায়ার্নকে তাঁদের মাঠে হারাতে আত্মবিশ্বাসী লিওনেল মেসি।

পার্ক দ্য প্রিন্সেসে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়ার পর দুর্দান্ত খেলছে পিএসজি। লিগ ওয়ানে হ্যাটট্রিক ম্যাচ জিতেছে প্যারিসিয়ানরা। লিল, মার্শেই, নঁতে—এই তিন দলকে হারিয়েছে পিএসজি। এই তিন ম্যাচে প্যারিসিয়ানরা গোল করেছে ১১টি আর হজম করেছে ৫টি। মেসি তিন ম্যাচে করেছেন ৩ গোল আর অ্যাসিস্ট করেছেন ২ গোলে। যেখানে গত ১৯ ফেব্রুয়ারি মেসির শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে লিলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পায় পিএসজি।

বায়ার্নের বিপক্ষে আজ আলিয়াঞ্জ অ্যারেনায় জয় পেতে মেসিকে আত্মবিশ্বাস যোগাচ্ছে লিগ ওয়ানে হ্যাটট্রিক জয়। দ্বিতীয় লেগের ম্যাচের আগে আর্জেন্টাইন তারকা ফুটবলার বলেন, ‘এই ম্যাচের আগে টানা তিন ম্যাচে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম লেগে খেলার আগে আমরা ভালো ছন্দে ছিলাম না। আমার মনে হয় মিউনিখে খেলার আগে পুরো দলকে পুনরুজ্জীবিত করার মতো গুরুত্বপূর্ণ জয়গুলো পেয়েছি।’

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। পিএসজির জার্সিতে ২৯ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল এবং ১৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে গোল, অ্যাসিস্ট মিলে ৫০ গোলে অবদান রেখেছেন মেসি। ৩০ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২০ গোলে। ফিফটি করতে আর্জেন্টাইন অধিনায়ক খেলেছেন ৩৯ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত