বান্দরবানে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত
বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা বলেন, ‘বাজেট হল এক বছরের সার্বিক উন্নয়ন, বরাদ্দ, প্রয়োজন এবং আয়ের উৎস ব্যয় নির্বাহ বিষয়ে সম্ভাবনা পরিকল্পনা। বৃহৎ পরিসরে, বাজেট হল রাষ্ট্রের এক বছরের উন্নয়ন-সম্ভাবনা, আয়ের উৎস, ব্যয়ের খাত...