Ajker Patrika

বান্দরবানে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত

বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা বলেন, ‘বাজেট হল এক বছরের সার্বিক উন্নয়ন, বরাদ্দ, প্রয়োজন এবং আয়ের উৎস ব্যয় নির্বাহ বিষয়ে সম্ভাবনা পরিকল্পনা। বৃহৎ পরিসরে, বাজেট হল রাষ্ট্রের এক বছরের উন্নয়ন-সম্ভাবনা, আয়ের উৎস, ব্যয়ের খাত এবং সার্বিক চিত্রকে সম্ভাব্য হিসেবে তুলে ধরা।’ আজ মঙ্গলবার সকালে বান্দরবান সদরের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) বিএনকেএস মিলনায়তনে প্রাক-বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে অংচমং মারমা এসব কথা বলেন। 

অংচমং মারমা বলেন, ‘কোনো একটি পরিকল্পনা ও জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বাজের আগে এ বিষয়ে নাগরিক সমাজের উদ্যোগ এবং মতামতকে শক্তিশালী করার উদ্দেশ্যে প্রাক-বাজেট সংলাপ হয়। এর মাধ্যমে অনেক কিছু সংযোজন-বিয়োজন করা হয়।’ 

পরিকল্পনা ও জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজের উদ্যোগ এবং মতামতকে শক্তিশালী করার উদ্দেশ্যে বান্দরবানে এই প্রাক-বাজেট সংলাপ আয়োজন করা হয়। 

সংলাপ সভায় আরও উপস্থিত ছিলেন, বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) কর্মসূচি পরিচালক পেশল চাকমা, বীর বাহাদুর স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক উম্মে হুজাইফা মিফতাহ, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (অব:) মংক্য শোয়েনু নেভী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন চক্রবর্তীসহ বান্দরবান জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধিরা। 

এ সময় অন্যান্য বক্তারা, পরিকল্পনা ও জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজের উদ্যোগ এবং মতামতকে শক্তিশালী করার উদ্দেশ্যে প্রাক-বাজেট সংলাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত