১৩০টির বেশি সরকারি ফি দেওয়া যাচ্ছে বিকাশে
সরকারের অটোমেটেড চালান সিস্টেমে লগ-ইন করে সহজেই বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে পাসপোর্ট ফি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, জন্ম নিবন্ধনসহ ১৩০ টিরও বেশি সরকারি ফি। ফি পরিশোধের সঙ্গে সঙ্গেই গ্রাহকেরা চালান ডাউনলোড করতে পারছেন ঘরে বসেই।