Ajker Patrika

সোনার দাম কমল ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা

আপডেট : ২৮ মে ২০২৩, ১৯: ৪২
সোনার দাম কমল ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা কমানো হয়েছে। সে হিসাবে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৬ হাজার ৬৯৫ টাকা। 

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। আগামীকাল সোমবার থেকে সারা দেশে নতুন দরে সোনা ও স্বর্ণের অলংকার বেচাকেনা হবে। এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছিল।

আগামীকাল থেকে ২২ ক্যারেটে ১ হাজার ৭৪৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪০০ এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমছে ১ হাজার ১৬৬ টাকা। 

সেই হিসাবে কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৫৬ হাজার ৯৬০ টাকায়।

সোনার দাম কমানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থানীয় বাজারে পাকা সোনার দাম কিছুটা কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

গত ১৫ এপ্রিল বাজুসের ঘোষণা অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ১২৬ টাকায় বিক্রি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত