মুক্তবাজারের তুবড়ি ছুটিয়ে নিজেই পিঠটান দিয়েছে যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাংকের মতে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ট্রেড টু জিডিপির অনুপাত ছিল ২৭ শতাংশ। তার মানে, যুক্তরাষ্ট্রে পণ্য, পরিষেবার আমদানি ও রপ্তানির মোট মূল্য দেশের জিডিপির ২৭ শতাংশ। ট্রেড টু জিডিপির অনুপাতের বৈশ্বিক গড় ৬৩ শতাংশের চেয়ে যুক্তরাষ্ট্রের অনুপাত তাই অনেকটাই কম।