Ajker Patrika

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল তুরস্ক 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ফিলিস্তিনি ভূখন্ড গাজায় নির্বিচার আগ্রাসন ও মানবাধিকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার অভিযোগ তুলে ইসরায়েলের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। গতকাল তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে এক ঘোষণা দিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ৯ এপ্রিল তুরস্ক ইসরায়েলে ৫৪টি পণ্যের রপ্তানি বন্ধ ঘোষণা করে। সেই উদ্যোগের করা উল্লেখ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এই নিষেধাজ্ঞা সত্ত্বেও দেখা গেছে যে, ইসরায়েল সরকার গাজায় আগ্রাসী অবস্থান অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনে মানবিক সংকটকে আরও গুরুতর করে তুলেছে। এবার দেশটির সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করল আঙ্কারা। 

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনিদেরর বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ফলে ১৫ হাজার শিশুসহ প্রায় ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ৭৮ হাজার মানুষ আহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে সংঘর্ষ বন্ধ, মানবিক ক্ষয়ক্ষতি ও অবকাঠামোগত ধ্বংস রোধ, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে কূটনীতির সব উপায় ব্যবহার করে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রথম দিন থেকেই আমাদের দেশ গাজার জনগণের সাহায্যে ছুটে গেছে। জাহাজ ও বিমানের মাধ্যমে এই অঞ্চলে কয়েক হাজার টন মানবিক সহায়তা পৌঁছিয়েছে। বিশেষ করে, খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তা সামগ্রী, হাজার হাজার রোগীকে সরিয়ে নিয়েছে এবং এই কঠিন দিনে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের পাশে দাঁড়িয়েছি।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তবে ইসরায়েল সৃষ্ট গণহত্যা, মানবিক বিপর্যয় ও অবকাঠামোগত ধ্বংস অব্যাহত রয়েছে। ইসরায়েলি সরকার আন্তর্জাতিক যুদ্ধবিরতি প্রচেষ্টাকে উপেক্ষা করেছে এবং মানবিক সহায়তা বাধা দিয়েছে। ইসরায়েল সরকার গাজায় নিরবচ্স্থগিত এবং পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবাহের অনুমতি না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোরভাবে এবং সিদ্ধান্তমূলকভাবে এই নতুন পদক্ষেপ (বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার বিষয়টি) বাস্তবায়ন করবে।’ 

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় আরও বলেছে, ‘আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনেরা যারা দখলদারিত্বের অধীনে বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা যেন এই বিধিনিষেধের কারণে প্রভাবিত না হয় তা নিশ্চিত করার জন্য তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনের জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়ের মধ্যে প্রয়োজনীয় প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে। তুর্কি প্রজাতন্ত্র ফিলিস্তিনি ভাই-বোনদের সমর্থন করতে থাকবে, যেমনটি আজ পর্যন্ত করে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত