নিয়ন্ত্রণহীন বাজারে অসহায় বাণিজ্যমন্ত্রী
দেশে এখন নিত্যপণ্যের দাম বাড়ানোর উৎসব চলছে। বড় আমদানিকারক থেকে মহল্লার খুচরা দোকানি পর্যন্ত—সর্বস্তরের বিক্রেতারা নানা অজুহাতে তাঁদের পণ্যের দাম বাড়িয়ে চলেছেন। চাল, ডিম, মাছ, মাংস, শাকসবজিসহ এ রকম অসংখ্য শতভাগ দেশে উৎপাদিত পণ্যের দাম