ফলের বাগান ও খামারে স্বপ্ন দেখছেন মিন্টু
লেখাপড়া শেষ করে ছোট একটি ব্যবসা করতেন মিনারুল হক মিন্টু। তবে কৃষিকাজের প্রতি খুবই ঝোঁক ছিল তাঁর। স্বপ্ন ছিল ফলের বাগান ও খামার করার। সেই স্বপ্ন পূরণে নিজের ৬ একর জমিতে গড়ে তোলেন নানা জাতের ফলের বাগান। আর মাছ চাষের পাশাপাশি গড়েছেন হাঁস, মুরগি, গরু ও ছাগলের খামার।