রিমন রহমান, রাজশাহী
পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদুল ইসলাম। তাঁর শখ নানা জাতের ক্যাকটাস সংগ্রহ করা। রাজশাহীতে তিনি গড়ে তুলেছেন মরুভূমির ক্যাকটাসের এক বিশাল সংগ্রহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে এই বাগানের ছবি নিয়ে বেশ মাতামাতি হয়েছে। অনেক ক্যাকটাসপ্রেমী বাগান দেখতে ছুটে আসছেন।
তৌহিদুল ইসলাম রাজশাহী নগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। রাজশাহী আসার পর শহরের সাহেববাজারে ইসমাইল হোসেন নামের এক নার্সারি ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে করেন ক্যাকটাসের ছাদবাগান। সেখানে এখন আছে প্রায় ৪০০ জাতের ৫০ হাজারেরও বেশি ক্যাকটাস গাছ। এগুলোর বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। তবে ক্যাকটাস বিক্রি করেন না তৌহিদুল।
সম্প্রতি তৌহিদুলের ছাদবাগানে গিয়ে দেখা যায়, তিনটি শেডে টবে টবে সাজিয়ে রেখেছেন ক্যাকটাস। একটি শেডে ক্যাকটাসের বীজ থেকে তৈরি করা হয় চারা। এপিথেলান্থা মাইক্রোমেরিস ক্রিস্টাটা, উবেলম্যানিয়া পেকটিনিফেরা, অ্যাজটেকিয়াম রিটেরি, পিগমেওসিরাস বিবলির মতো দুর্লভ ক্যাকটাস আছে এখানে।
সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এসেছিলেন এই ক্যাকটাস বাগান দেখতে। শ্রাবণী খাতুন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমি গাছ ভালোবাসি। ক্যাকটাসের প্রতি আগ্রহটা আরও বেশি। তাই ফেসবুকে বাগান দেখে সশরীরে দেখতে এসেছি। এসে খুবই ভালো লাগল। এত কালেকশন আমি আর দেখিনি।’
তৌহিদুল ইসলাম বলেন, ২০০০ সালের আগে তিনি তখন স্কুলে পড়েন। তখন থেকেই তাঁর ক্যাকটাস সংগ্রহের নেশা পেয়ে বসে। স্নাতকে (সম্মান) পড়াশোনা করার সময় সংগ্রহে কিছুটা ভাটা পড়ে। পরবর্তী সময়ে চাকরি পাওয়ার পর আবার ক্যাকটাস সংগ্রহ করতে থাকেন। তখন তিনি ঢাকায়। তারপর রাজশাহীতে বদলি হন। এরপর পরিচয় হয় ইসমাইল হোসেনের সঙ্গে। তাঁর নার্সারি আছে। ক্যাকটাস সম্পর্কেও তাঁর জানাশোনা ভালো। তাই একটি ছাদ ভাড়া নিয়ে দুজন মিলে শুরু করেন ক্যাকটাসের বাগান করা।
তৌহিদুল আরও বলেন, ‘২০১৯ সালে এই ক্যাকটাস বাগান শুরু করি। যাঁরা বাইরের দেশ থেকে ক্যাকটাস আনেন, তাঁদের কাছ থেকেও সংগ্রহ করি। এখন দেশের বাইরে থেকে ক্যাকটাসের বীজ নিয়ে আসি। এখানে চারা করি। ফলে সংগ্রহ বাড়ছে। আমাদের ক্রস করার কারণেও কিছু নতুন জাত বাড়ছে। এখন প্রায় ৪০০ ধরনের ক্যাকটাস হয়েছে।’
তৌহিদুল জানিয়েছেন, ক্যাকটাসকে সবার কাছে পরিচিত এবং সহজলভ্য করাটাই তাঁর লক্ষ্য। অনেক ক্যাকটাসপ্রেমী তাঁর বাগান দেখতে আসতে চান। তিনি সময় দিতে পারেন না। তাও অনেকে তাঁর ছুটির দিনের সঙ্গে মিলিয়ে আসেন। তাঁর ইচ্ছা, ভবিষ্যতে ক্যাকটাস পার্ক তৈরি করা। যেখানে দূর-দুরান্ত থেকে মানুষ আসবে।
পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদুল ইসলাম। তাঁর শখ নানা জাতের ক্যাকটাস সংগ্রহ করা। রাজশাহীতে তিনি গড়ে তুলেছেন মরুভূমির ক্যাকটাসের এক বিশাল সংগ্রহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে এই বাগানের ছবি নিয়ে বেশ মাতামাতি হয়েছে। অনেক ক্যাকটাসপ্রেমী বাগান দেখতে ছুটে আসছেন।
তৌহিদুল ইসলাম রাজশাহী নগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। রাজশাহী আসার পর শহরের সাহেববাজারে ইসমাইল হোসেন নামের এক নার্সারি ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে করেন ক্যাকটাসের ছাদবাগান। সেখানে এখন আছে প্রায় ৪০০ জাতের ৫০ হাজারেরও বেশি ক্যাকটাস গাছ। এগুলোর বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। তবে ক্যাকটাস বিক্রি করেন না তৌহিদুল।
সম্প্রতি তৌহিদুলের ছাদবাগানে গিয়ে দেখা যায়, তিনটি শেডে টবে টবে সাজিয়ে রেখেছেন ক্যাকটাস। একটি শেডে ক্যাকটাসের বীজ থেকে তৈরি করা হয় চারা। এপিথেলান্থা মাইক্রোমেরিস ক্রিস্টাটা, উবেলম্যানিয়া পেকটিনিফেরা, অ্যাজটেকিয়াম রিটেরি, পিগমেওসিরাস বিবলির মতো দুর্লভ ক্যাকটাস আছে এখানে।
সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এসেছিলেন এই ক্যাকটাস বাগান দেখতে। শ্রাবণী খাতুন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমি গাছ ভালোবাসি। ক্যাকটাসের প্রতি আগ্রহটা আরও বেশি। তাই ফেসবুকে বাগান দেখে সশরীরে দেখতে এসেছি। এসে খুবই ভালো লাগল। এত কালেকশন আমি আর দেখিনি।’
তৌহিদুল ইসলাম বলেন, ২০০০ সালের আগে তিনি তখন স্কুলে পড়েন। তখন থেকেই তাঁর ক্যাকটাস সংগ্রহের নেশা পেয়ে বসে। স্নাতকে (সম্মান) পড়াশোনা করার সময় সংগ্রহে কিছুটা ভাটা পড়ে। পরবর্তী সময়ে চাকরি পাওয়ার পর আবার ক্যাকটাস সংগ্রহ করতে থাকেন। তখন তিনি ঢাকায়। তারপর রাজশাহীতে বদলি হন। এরপর পরিচয় হয় ইসমাইল হোসেনের সঙ্গে। তাঁর নার্সারি আছে। ক্যাকটাস সম্পর্কেও তাঁর জানাশোনা ভালো। তাই একটি ছাদ ভাড়া নিয়ে দুজন মিলে শুরু করেন ক্যাকটাসের বাগান করা।
তৌহিদুল আরও বলেন, ‘২০১৯ সালে এই ক্যাকটাস বাগান শুরু করি। যাঁরা বাইরের দেশ থেকে ক্যাকটাস আনেন, তাঁদের কাছ থেকেও সংগ্রহ করি। এখন দেশের বাইরে থেকে ক্যাকটাসের বীজ নিয়ে আসি। এখানে চারা করি। ফলে সংগ্রহ বাড়ছে। আমাদের ক্রস করার কারণেও কিছু নতুন জাত বাড়ছে। এখন প্রায় ৪০০ ধরনের ক্যাকটাস হয়েছে।’
তৌহিদুল জানিয়েছেন, ক্যাকটাসকে সবার কাছে পরিচিত এবং সহজলভ্য করাটাই তাঁর লক্ষ্য। অনেক ক্যাকটাসপ্রেমী তাঁর বাগান দেখতে আসতে চান। তিনি সময় দিতে পারেন না। তাও অনেকে তাঁর ছুটির দিনের সঙ্গে মিলিয়ে আসেন। তাঁর ইচ্ছা, ভবিষ্যতে ক্যাকটাস পার্ক তৈরি করা। যেখানে দূর-দুরান্ত থেকে মানুষ আসবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫