Ajker Patrika

ফলের বাগান ও খামারে স্বপ্ন দেখছেন মিন্টু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৩: ১৭
ফলের বাগান ও খামারে স্বপ্ন দেখছেন মিন্টু

লেখাপড়া শেষ করে ছোট একটি ব্যবসা করতেন মিনারুল হক মিন্টু। তবে কৃষিকাজের প্রতি খুবই ঝোঁক ছিল তাঁর। স্বপ্ন ছিল ফলের বাগান ও খামার করার। সেই স্বপ্ন পূরণে নিজের ৬ একর জমিতে গড়ে তোলেন নানা জাতের ফলের বাগান। আর মাছ চাষের পাশাপাশি গড়েছেন হাঁস, মুরগি, গরু ও ছাগলের খামার।

জানা গেছে, এক দশক আগে চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন মিন্টু। এর পাশাপাশি পুকুর পাড়ে নানা জাতের ফলের গাছ রোপণ করেন। এ ছাড়া খামারে ছাগল ও হাঁস পালন শুরু করেন। ২০১৫ সালে গড়ে তোলেন কলা, লেবু, নারিকেল ও সুপারি বাগান।

গত বছর মিন্টু কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষি অফিস থেকে বিনা মূল্যে পাওয়া গাছসহ কিছু চারা কিনে বল সুন্দরী আপেল কুলের বাগান করেন। পাশাপাশি রোপণ করেন বারি-৪ জাতের আম, গোল্ডেন থাই পেয়ারা ও বারি-১ জাতের মাল্টার চারা।

মিন্টু বলেন, তিনি উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা পান। এবার প্রায় ২ লাখ টাকার কুল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি। এ ছাড়া চলতি বছরে ১৫টি গরু নিয়ে শুরু করেছেন ডেইরি খামার। তাঁর খামারে ২০টি ছাগল ও ১৫০টি হাঁস রয়েছে।

মিন্টু আরও বলেন, তাঁর ৩০০টি আম, ১০০টি পেয়ারা, ৩০০টি সুপারি, ১০০টি মাল্টা, ১০০টি কুল, ১২০টি নারিকেল, ৩০০টি লেবু ছাড়াও কলা ও পেঁপেগাছ রয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন সবজির আবাদ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, একক প্রচেষ্টায় মিন্টু সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। মিন্টুর মতো অন্যরা পতিত জমিতে ফলের বাগান ও খামার গড়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত