Ajker Patrika

পোড়ামাটিতে বসন্তের টিউলিপ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২১
পোড়ামাটিতে বসন্তের টিউলিপ

বিশ্বের নানা দেশে বসন্তকালীন ফুল হিসেবে ফোটে টিউলিপ। সবচেয়ে বেশি টিউলিপ উৎপাদিত হয় নেদারল্যান্ডসে। সে দেশের বীজ থেকেই এবার টিউলিপ ফুটেছে বরেন্দ্র অঞ্চলের পোড়ামাটিতে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী গ্রামে আমবাগানের ভেতরে ফুলবাগান করেছেন হাসান আল সাদী পলাশ নামের এক ব্যক্তি। সে বাগানেই ফুটেছে টিউলিপ।

পেঁয়াজের মতো টিউলিপের এক হাজার বীজ বপন করা হয়েছিল গত বছরের ১৮ ডিসেম্বর। জানুয়ারির মাঝামাঝি ফোটে ফুল। এখন লাল, পিংক, অরেঞ্জ, রেড অরেঞ্জ, হোয়াইট, পিংক রেড রঙের টিউলিপ শোভা পাচ্ছে পলাশের বাগানে। আছে সেলুসিয়া, সার্বিভা, পিটুলিয়া, গ্লাডিওলাস, পেনজি, ভারবিনা, গেজেনিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, ক্লক্স ফ্লাওয়ার, কসমসসহ ১৬ প্রজাতির ফুল।

পলাশ তাঁর খালাতো ভাইয়ের আমবাগানে তাঁকে নিয়েই করেছেন এই ফুলের বাগান। এটির নাম দিয়েছেন ‘ড্রিমার্স গার্ডেন’। বাগানটি থেকে এ বছর কোনো ফুল বিক্রি করা হচ্ছে না। ৫০ টাকা প্রবেশমূল্য দিয়ে যে কেউ দেখে আসতে পারেন টিউলিপসহ অন্য ফুলের সৌন্দর্য। টিউলিপের জন্য দর্শনার্থীরাও বাগানটি ঘুরে আসছেন।

পলাশ জানালেন, তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি মূলত আমবাগানের ব্যবসা করেন। দেড় বছর আগে খালাতো ভাইয়ের এই বাগানে ফুলবাগান করার পরিকল্পনা করেন। সে অনুযায়ী অন্যান্য ফুলগাছ লাগানোর পরিকল্পনা নেন। ঠিক তখনই খোঁজ পান গাজীপুরের শ্রীপুরের দেলোয়ার হোসেনের কথা। তিনি টিউলিপের চাষ করে সফল হয়েছেন। তারপর দেলোয়ারের মাধ্যমেই নেদারল্যান্ডস থেকে আনা টিউলিপের বীজ সংগ্রহ করে বপন করেন। এতে সফলও হয়েছেন।

পলাশ বলেন, ‘টিউলিপ মূলত বসন্তকালীন ফুল। কিন্তু আমাদের এখানে শীতের পর হঠাৎ করেই বসন্ত এসে শেষ হয়ে যায়। আবার গরম পড়তে শুরু করে। তাই একটু আগেই বীজ বপন করা হয়। তারপর এক মাসের মধ্যেই বেশির ভাগ গাছে ফুল ফুটেছে। আবার কিছু গাছে ফুটতে এখনো বাকি।’

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) উত্তম কুমার কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহীতে টিউলিপ একেবারেই নতুন। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বসন্তের এই ফুল ফুটবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে পলাশ এবার টিউলিপ চাষ করায় সে অনিশ্চয়তা কেটেছে।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত