রিমন রহমান, রাজশাহী
একেক মানুষ একেক জিনিস সংগ্রহে রাখতে পছন্দ করেন। পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদুল ইসলাম সংগ্রহ করেন নানা জাতের ক্যাকটাস। তিনি রাজশাহীতে গড়ে তুলেছেন ক্যাকটাসের এক বিশাল সাম্রাজ্য। পেশাগত কাজের বাইরে অবসরের সময়টুকু তিনি ক্যাকটাসের কাঁটার মাঝেই ডুবে থাকেন।
জানা যায়, সার্জেন্ট তৌহিদুল ইসলাম রাজশাহী নগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তাঁর দেশের বাড়ি কুষ্টিয়া। রাজশাহীতে আসার পর সাহেববাজারের ইসমাইল হোসেন নামের এক নার্সারি ব্যবসায়ীকে নিয়ে গড়ে তুলেন ক্যাকটাসের ছাদবাগান। তাঁর ছাদবাগানে এখন আছে প্রায় ৪০০ জাতের ৫০ হাজারেরও বেশি ক্যাকটাস। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। তবে ক্যাকটাস বিক্রি করেন না তৌহিদুল ইসলাম।
সম্প্রতি তৌহিদুলের ছাদবাগানে গিয়ে দেখা যায়, তিনি তিনটি শেডে টবে সাজিয়ে রেখেছেন ক্যাকটাস। একটি শেডে ক্যাকটাসের বীজ থেকে বের করা হয় চারা। এপিথেলান্থা, মাইক্রোমেরিস ক্রিস্টাটা, উবেলম্যানিয়া, পেকটিনিফেরা, অ্যাজটেকিয়াম, রিটেরি, পিগমেওসিরাস বিবলির মতো দুর্লভ ক্যাকটাস আছে এই ছাদবাগানে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাদবাগান দেখতে এসে শ্রাবণী খাতুন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমি গাছ ভালোবাসি। ক্যাকটাসের প্রতি আগ্রহটা আরও বেশি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছাদবাগান দেখে সশরীরে দেখতে এসেছি। এসে খুবই ভালো লাগল। এত কালেকশন আমি আমার জীবনেও দেখিনি।’
এ বিষয়ে ক্যাকটাসপ্রেমী তৌহিদুল ইসলাম বলেন, 'স্কুল থেকেই আমার নেশা ক্যাকটাস সংগ্রহ করা। যখন অনার্সে পড়তাম তখন ক্যাকটাস সংগ্রহে কিছুটা ভাটা পড়ে। পরবর্তীতে চাকরি পাওয়ার পর আবার ক্যাকটাস সংগ্রহ করতে থাকি। চাকরির সুবাদে রাজশাহীতে বদলি হওয়ার পর পরিচয় হয় ইসমাইল হোসেনের সঙ্গে। তাঁর নার্সারি আছে। ক্যাকটাস সম্পর্কেও তাঁর জানাশোনাও ভালো। তাই রাজশাহীতে একটি ছাদ ভাড়া নিয়ে দুজন মিলে শুরু করি ক্যাকটাস সংগ্রহ।
তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘২০১৯ সালে এই ক্যাকটাস বাগান শুরু করি। যারা দেশের বাইরের থেকে ক্যাকটাস আনেন তাদের কাছ থেকেও সংগ্রহ করি। এ ছাড়া আমি নিজে বাইরে থেকে বীজ নিয়ে এসে এখানে চারা করি। ফলে ক্যাকটাসের সংগ্রহ বাড়ছে। আমরা দুজন ক্যাকটাস ক্রস করার কারণে কিছু নতুন জাত বাড়ছে। এখানে প্রায় ৪০০ ধরনের ক্যাকটাস হয়েছে। অনেক ক্যাকটাসপ্রেমী বাগান দেখতে আসতে চান। আমি সময় দিতে পারি না। অনেকে আবার ছুটির দিনের সঙ্গে মিলিয়ে আসেন। আমার ইচ্ছা ভবিষ্যতে একটা ক্যাকটাস পার্ক তৈরি করার। যেখানে দূর-দুরান্ত থেকে মানুষ আসবে। এতে ক্যাকটাস সবার কাছে পরিচিত হবে। এ ছাড়া ক্যাকটাসকে সহজলভ্য করাই আমার লক্ষ্য।'
একেক মানুষ একেক জিনিস সংগ্রহে রাখতে পছন্দ করেন। পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদুল ইসলাম সংগ্রহ করেন নানা জাতের ক্যাকটাস। তিনি রাজশাহীতে গড়ে তুলেছেন ক্যাকটাসের এক বিশাল সাম্রাজ্য। পেশাগত কাজের বাইরে অবসরের সময়টুকু তিনি ক্যাকটাসের কাঁটার মাঝেই ডুবে থাকেন।
জানা যায়, সার্জেন্ট তৌহিদুল ইসলাম রাজশাহী নগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তাঁর দেশের বাড়ি কুষ্টিয়া। রাজশাহীতে আসার পর সাহেববাজারের ইসমাইল হোসেন নামের এক নার্সারি ব্যবসায়ীকে নিয়ে গড়ে তুলেন ক্যাকটাসের ছাদবাগান। তাঁর ছাদবাগানে এখন আছে প্রায় ৪০০ জাতের ৫০ হাজারেরও বেশি ক্যাকটাস। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। তবে ক্যাকটাস বিক্রি করেন না তৌহিদুল ইসলাম।
সম্প্রতি তৌহিদুলের ছাদবাগানে গিয়ে দেখা যায়, তিনি তিনটি শেডে টবে সাজিয়ে রেখেছেন ক্যাকটাস। একটি শেডে ক্যাকটাসের বীজ থেকে বের করা হয় চারা। এপিথেলান্থা, মাইক্রোমেরিস ক্রিস্টাটা, উবেলম্যানিয়া, পেকটিনিফেরা, অ্যাজটেকিয়াম, রিটেরি, পিগমেওসিরাস বিবলির মতো দুর্লভ ক্যাকটাস আছে এই ছাদবাগানে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাদবাগান দেখতে এসে শ্রাবণী খাতুন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমি গাছ ভালোবাসি। ক্যাকটাসের প্রতি আগ্রহটা আরও বেশি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছাদবাগান দেখে সশরীরে দেখতে এসেছি। এসে খুবই ভালো লাগল। এত কালেকশন আমি আমার জীবনেও দেখিনি।’
এ বিষয়ে ক্যাকটাসপ্রেমী তৌহিদুল ইসলাম বলেন, 'স্কুল থেকেই আমার নেশা ক্যাকটাস সংগ্রহ করা। যখন অনার্সে পড়তাম তখন ক্যাকটাস সংগ্রহে কিছুটা ভাটা পড়ে। পরবর্তীতে চাকরি পাওয়ার পর আবার ক্যাকটাস সংগ্রহ করতে থাকি। চাকরির সুবাদে রাজশাহীতে বদলি হওয়ার পর পরিচয় হয় ইসমাইল হোসেনের সঙ্গে। তাঁর নার্সারি আছে। ক্যাকটাস সম্পর্কেও তাঁর জানাশোনাও ভালো। তাই রাজশাহীতে একটি ছাদ ভাড়া নিয়ে দুজন মিলে শুরু করি ক্যাকটাস সংগ্রহ।
তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘২০১৯ সালে এই ক্যাকটাস বাগান শুরু করি। যারা দেশের বাইরের থেকে ক্যাকটাস আনেন তাদের কাছ থেকেও সংগ্রহ করি। এ ছাড়া আমি নিজে বাইরে থেকে বীজ নিয়ে এসে এখানে চারা করি। ফলে ক্যাকটাসের সংগ্রহ বাড়ছে। আমরা দুজন ক্যাকটাস ক্রস করার কারণে কিছু নতুন জাত বাড়ছে। এখানে প্রায় ৪০০ ধরনের ক্যাকটাস হয়েছে। অনেক ক্যাকটাসপ্রেমী বাগান দেখতে আসতে চান। আমি সময় দিতে পারি না। অনেকে আবার ছুটির দিনের সঙ্গে মিলিয়ে আসেন। আমার ইচ্ছা ভবিষ্যতে একটা ক্যাকটাস পার্ক তৈরি করার। যেখানে দূর-দুরান্ত থেকে মানুষ আসবে। এতে ক্যাকটাস সবার কাছে পরিচিত হবে। এ ছাড়া ক্যাকটাসকে সহজলভ্য করাই আমার লক্ষ্য।'
স্থানীয় বাসিন্দা ও গৃহকর্তাদের ভাষ্য, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল লুট করে।
১২ মিনিট আগেভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
১৮ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
৩৪ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে