দুশ্চিন্তা বাড়াচ্ছেন মোস্তাফিজেরা
৪ ওভারে ৪২, ৫০, ৪৫—জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম এতটাই ‘উদার’ ছিলেন বোলিংয়ে। গতকাল তিন পেসার দুই হাতে রান বিলিয়েছেন, সিরিজের শুরুটাও বাংলাদেশ করেছে হার দিয়ে।