Ajker Patrika

‘শিখতে নয়, জিততে এসেছি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২২, ২০: ৫৭
‘শিখতে নয়, জিততে এসেছি’

সিনিয়র চার ক্রিকেটার ছাড়াই প্রথমবার কোনো সিরিজে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের ছাড়াই খেলতে নামবেন মোস্তাফিজুর রহমান-লিটন দাসরা।

দলের নিয়মিত চার সিনিয়র না থাকলেও নিজেদের তরুণ ভাবতে নারাজ বাংলাদেশের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফরে তারা শিখতে নয়, জেতার জন্যই এসেছে জানিয়েছেন তিনি। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন আত্মবিশ্বাস ব্যক্ত করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। 

নিজেদের অনভিজ্ঞ মানতে চান না সোহান। তিনি বলেছেন, ‘অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশির ভাগ ক্রিকেটারই ৬-৭ বছর ধরে দলে খেলছে। ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। আমি দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হব, তার জন্য প্রস্তুত আছি।’ 

প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ। তবে কোনো অঘটনে অজুহাতও দিতে চান না সোহান, ‘অজুহাত দিতে চাই না। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী। আশা করি, ভালো একটা সিরিজ হবে। তরুণ দল বলতে পারেন। শিখতে আসি নাই, জেতার জন্যই এসেছি।’

সাম্প্রতিক সময়ে নিজেদের মাঠে দারুণ খেলছে জিম্বাবুয়ে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের পাঁচ ম্যাচের সব কটি জিতেছে তারা। সতর্ক সোহান সেটাই মনে করালেন, ‘নিজেদের কন্ডিশনে তারা ভালো দল। তবে আমরা সিরিজ জিততেই এসেছি, সেটিই মূল বিষয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন

অঙ্গীকারনামায় সংশোধনীর পরও বিক্ষোভ, মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র

দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফা সংশোধনের যে প্রস্তাব দিলেন সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত