নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভালো কিছু করার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল হলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে কষ্ট করেই জিততে হবে বলে মনে করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে নিজের ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তাসকিন।
জিম্বাবুয়েতে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই লড়তে হবে বাংলাদেশকে। তবে তারুণ্যনির্ভর বাংলাদেশকে কষ্ট করে জিততে হবে জানিয়ে তাসকিন বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’
সফরে নিজের লক্ষ্য নিয়ে তাসকিন আরও বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেন অবদান থাকে।’
‘নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায় ওটাই আরকি।’ আরও যোগ করেন তাসকিন।
তাসকিনদের এবার খেলতে হবে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে। তাঁকে নিয়ে তাসকিন বলেছেন, ‘(নুরুল হাসান সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সব সময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেও ভালো করবে।’
সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘সিনিয়ররা তো বাংলাদেশের জন্য সব সময় করেন। তাঁদের যে অবদান ছিল সেটা আর আমাদের বলতে হবে না, সবাই জানেন। এখন আসলে এটাই, একটা সময় সবাইকে যেতে হবে। একটা সময় আমরাও চলে যাব, আরেক গ্রুপ আসবে। এটাই বাস্তবতা। এখন যেহেতু আমরা আছি, সবাই মিলে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার।’
ভালো কিছু করার লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ দল। কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল হলেও আত্মতুষ্টিতে ভুগছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে কষ্ট করেই জিততে হবে বলে মনে করেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে নিজের ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তাসকিন।
জিম্বাবুয়েতে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই লড়তে হবে বাংলাদেশকে। তবে তারুণ্যনির্ভর বাংলাদেশকে কষ্ট করে জিততে হবে জানিয়ে তাসকিন বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’
সফরে নিজের লক্ষ্য নিয়ে তাসকিন আরও বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেন অবদান থাকে।’
‘নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায় ওটাই আরকি।’ আরও যোগ করেন তাসকিন।
তাসকিনদের এবার খেলতে হবে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের অধীনে। তাঁকে নিয়ে তাসকিন বলেছেন, ‘(নুরুল হাসান সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সব সময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেও ভালো করবে।’
সিনিয়রদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘সিনিয়ররা তো বাংলাদেশের জন্য সব সময় করেন। তাঁদের যে অবদান ছিল সেটা আর আমাদের বলতে হবে না, সবাই জানেন। এখন আসলে এটাই, একটা সময় সবাইকে যেতে হবে। একটা সময় আমরাও চলে যাব, আরেক গ্রুপ আসবে। এটাই বাস্তবতা। এখন যেহেতু আমরা আছি, সবাই মিলে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে