Ajker Patrika

সোহানের জিম্বাবুয়ে সফর শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২২, ০১: ২৪
সোহানের  জিম্বাবুয়ে সফর শেষ

অধিনায়ক হিসেবে গত পরশু  নুরুল হাসান সোহানের শুরুটা জয় দিয়ে না হলেও তাঁর দুর্দান্ত ব্যাটিং (২৬ বলে ৪২*) প্রশংসা কুড়িয়েছে। তবে গতকাল হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হেসেছেন জয়ের হাসিতে। আর এ দিনেই তিনি পেলেন একটা দুঃসংবাদ। আঙুলের চোটে পড়ে সোহানের জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেছে তাঁর।

মাঝ রাতে বিসিবিও এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। কিপিং করার সময়ে  সোহান বাঁ হাতের তর্জনিতে চোট পেয়েছেন। যদিও গতকালকের ম্যাচে তাঁকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি এত বড় চোট পেয়েছেন। ফিল্ডিংয়ের পুরোটা সময়েই কিপিং করে গেছেন। জিম্বাবুয়ের দেওয়া ১৩৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে জিতে যাওয়ায় ২৮ বছর বয়সী উইকেটকিপারের আর ব্যাটিং করার প্রয়োজন পড়েনি।

বিসিবি জানায়, সোহানের আঙুলে চিড় ধরেছে। এতে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। ফলে সোহানের জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেল।  বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে প্রথম জয়ের পরই চোটে পড়ে চিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ সোহানের। তবে এ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল রাতে ফোনে কিছু বলতে চাইলেন না তিনি। শুধু এতটুকু বললেন, ‌'আমরা (শেষ ম্যাচে) জিতব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন।' 

সোহান চোটে পড়ায় আপাতত কোনো বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার চিন্তা নেই নির্বাচকদের। তবে আগামীকাল ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য বিকল্প অধিনায়ককে খুঁজতে হচ্ছে বাংলাদেশকে। এক্ষেত্রে লিটন দাস হতে পারেন তাদের সেরা বিকল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত