নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ’কে। এই সিরিজে বিশ্রামে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অবসর আর ছুটি মিলিয়ে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ব্যক্তির নামের চেয়ে বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সফরের আগে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মধ্যহ্নভোজ করেছেন সুজন ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মধ্যহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সুজন।
সুজন আরও বলেছেন, ‘আমি আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, কোনো নাম, কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।’
দলে পাওয়ার হিটার না থাকলেও চিন্তিত নন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক, ‘অনেকে বলে আমরা ছক্কা মারতে পারি না। কথাটা একদমই বিশ্বাস করি না। আমাদের অনেক খেলোয়াড় বড় বড় ছক্কা মারতে পারে। এটা আসলে ছক্কা মারার খেলা নয়, এটা বুদ্ধিমত্তার খেলা। সাহস ছাড়া কোনো কিছুই নয়।’
টি-টোয়েন্টিতে ভালো করতে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন, ‘আমরা চাই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করুক। আমরা এই সংস্করণটা ভালো খেলছি না। এখন সময় এসেছে আমরা অন্য কিছু করতে পারি কি না। অন্য কিছু করতে গেলে আপনি হঠাৎ করে তৈরি করতে পারবেন না। একটা জিনিস করতে পারেন স্বাধীনভাবে ক্রিকেট খেলা। যদি ১৫০ এর বেশি স্কোর নিয়মিত করতে পারেন, তারপরে আপনি ভালো বোলিং-ফিল্ডিং করলে ম্যাচ জিতবেন। কিন্তু এটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। শুধু দুই-তিনজন নয়; পুরো দলকেই ভয়ডরহীন খেলতে হবে।’
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ’কে। এই সিরিজে বিশ্রামে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অবসর আর ছুটি মিলিয়ে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ব্যক্তির নামের চেয়ে বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সফরের আগে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে মধ্যহ্নভোজ করেছেন সুজন ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মধ্যহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সুজন।
সুজন আরও বলেছেন, ‘আমি আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, কোনো নাম, কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়।’
দলে পাওয়ার হিটার না থাকলেও চিন্তিত নন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক, ‘অনেকে বলে আমরা ছক্কা মারতে পারি না। কথাটা একদমই বিশ্বাস করি না। আমাদের অনেক খেলোয়াড় বড় বড় ছক্কা মারতে পারে। এটা আসলে ছক্কা মারার খেলা নয়, এটা বুদ্ধিমত্তার খেলা। সাহস ছাড়া কোনো কিছুই নয়।’
টি-টোয়েন্টিতে ভালো করতে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন, ‘আমরা চাই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করুক। আমরা এই সংস্করণটা ভালো খেলছি না। এখন সময় এসেছে আমরা অন্য কিছু করতে পারি কি না। অন্য কিছু করতে গেলে আপনি হঠাৎ করে তৈরি করতে পারবেন না। একটা জিনিস করতে পারেন স্বাধীনভাবে ক্রিকেট খেলা। যদি ১৫০ এর বেশি স্কোর নিয়মিত করতে পারেন, তারপরে আপনি ভালো বোলিং-ফিল্ডিং করলে ম্যাচ জিতবেন। কিন্তু এটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। শুধু দুই-তিনজন নয়; পুরো দলকেই ভয়ডরহীন খেলতে হবে।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৮ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১০ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১০ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১১ ঘণ্টা আগে