সাকিব কি যথাযথ সম্মান পাচ্ছে, প্রশ্ন রোডসের
অনেক বছর আগের কথা। সাকিব আল হাসানকে নিয়ে হার্শা ভোগলের আক্ষেপটা ছিল এ রকম, বাংলাদেশের বলেই কি সাকিব সেরাদের গণনায় অন্যদের চেয়ে পিছিয়ে থাকেন। বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ভক্ত ‘ভয়েস অব ক্রিকেট’ খ্যাত এই ভারতীয় ধারাভাষ্যকার। তার চেয়ে বড় ভক্ত সাকিবের। অনেক দিন পর হার্শার প্রশ্নটা মনে পড়ার কারণ তো নিশ্চয়ই