Ajker Patrika

বিপিএলে চমক দেখানো মুনিম এবার জাতীয় দলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৩
বিপিএলে চমক দেখানো মুনিম এবার জাতীয় দলে

সুযোগের সদ্ব্যবহার বুঝি একেই বলে! ব্যাপারটা একটু খুলেই বলা যাক। এবারের বিপিএলে শুরুতে দল পাননি মুনিম শাহরিয়ার। তবে ড্রাফটের বাইরে থেকে তাঁকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। আচমকা পাওয়া সুযোগটা হেলায় হারাননি মুনিম। নির্বাচকদের ‘রাডারে’ তিনি আগে থেকেই ছিলেন, বিপিএলে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে এবার জায়গা করে নিলেন জাতীয় দলে। 

সময়টাও একদম সুপ্রসন্ন ছিল মুনিমের জন্য। সেটাই দুহাতে পুরে নিয়েছেন এই ওপেনার। বিপিএলের পরেই করা নাড়ছিল আফগানিস্তান সিরিজ। আগামী বুধবার থেকে শুরু ওয়ানডে সিরিজ। সেই দল আগেই ঘোষণা করেছে বিসিবি। আজ জানাল টি-টোয়েন্টি সিরিজের দল। একই সঙ্গে সবচেয়ে বড় চমক ও সময়ের দাবি মিটিয়ে দলে জায়গা করে নিয়েছেন মুনিম। 

মুনিমের সঙ্গে টি-টোয়েন্টি দলে চমক বলতে আর একটি, প্রথমবার ডাক পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। রাব্বিও বলতেই পারেন, ‘সুসময় বোধ হয় এভাবেই আসে’! দেড় বছরের বেশি সময় জাতীয় দলের সঙ্গে থেকেও খেলার সুযোগ পাচ্ছিলেন না কোনোভাবে। ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। কদিন আগে দেওয়া আফগান বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। এবার ডাক পড়ল টি-টোয়েন্টি দলেও। 

এবারের বিপিএলে দুজনেই ব্যাটিংয়ে নজর কেড়েছেন। ছয় ম্যাচে ১৫২ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন মুনিম। দেশি ব্যাটারদের মধ্যে পাওয়ার প্লেতে টি-টোয়েন্টির দাবি মেটাতে পেরেছেন ২৩ বছর এই ব্যাটার। অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে ১১ ম্যাচে ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে ২১৯ রান করেছেন রাব্বি। এ ছাড়া মোটামুটি নিয়মিত মুখগুলোই আছে আফগান সিরিজের টি-টোয়েন্টির দলে। 

বাংলাদেশ দল: 
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত