Ajker Patrika

বাংলাদেশ-আফগান সিরিজে সাধারণ দর্শক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৭
বাংলাদেশ-আফগান সিরিজে সাধারণ দর্শক

গ্যালারির প্রাণ দর্শক। বঙ্গবন্ধু বিপিএলের রবিন লিগ রাউন্ড হয়েছে দর্শক উপস্থিতি ছাড়াই। প্লে-অফ পর্ব থেকে গ্যালারিতে ফিরতে শুরু করেন দর্শক। তবে সাধারণ দর্শক নন তাঁরা। নির্দিষ্ট কিছু দর্শককে গ্যালারিতে বসে খেলার দেখার সুযাগ করে দিয়েছিল বিসিবি। ফাইনালের টিকিটও তাঁদের নাগালের বাইরে থাকার কথা ছিল। কিন্তু কালোবাজার থেকে চড়া মূল্যে টিকিট সংগ্রহ করেন তারা। 

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের টিকিট অবশ্য সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ-আফগানিস্তানের দুই সিরিজ মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। তবে কী পরিমাণ দর্শক উপস্থিতি থাকবে গ্যালারিতে তা এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবি। তবে বোর্ডের আশা স্টেডিয়াম ৫০ শতাংশ পূর্ণ করার। 

দেশের মাটিতে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক সিরিজ হয়েছিল দর্শক উপস্থিতিতে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল সরকার। এরপর দেশজুড়ে অমিক্রন ছড়িয়ে পড়ায় জনসমাগম নিষিদ্ধ করে সরকার। এ কারণে দর্শক ছাড়াই মাঠে গড়ায় বঙ্গবন্ধু বিপিএল। 

বিপিএলের কোয়ালিফায়ার ম্যাচে দর্শক প্রবেশের সুযোগ থাকলেও টিকিট পায় শুধু ফ্র্যাঞ্চাইজিগুলো। সাধারণ দর্শকেরা টিকিট না পেয়ে হাত বাড়ায় কালোবাজারিতে। এবার সেই ঝামেলা পোহাতে হবে সাধারণ দর্শকদের। নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন তাঁরা। তবে সেটা কোন প্রক্রিয়ায় হবে সেটা এখনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। 

এ নিয়ে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগান সিরিজের টাইটেল স্পনসরের নাম ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু বলেছেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম, তাতে (বিপিএলের ফাইনালে) ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। (আফগানিস্তান সিরিজে কী হবে) এ ব্যাপারে কথাবার্তা চলছে।’ 

বোর্ড পরিচালকের আশা, স্টেডিয়ামের ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ দর্শককে মাঠে বসানোর সুযোগ তৈরি করতে পারবেন তাঁরা। টিটু বলেছেন, ‘আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে। সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি, তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে, এ রকম একটা আলোচনা হয়েছে। তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত