Ajker Patrika

এক বিন্দুতে দুই ভাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৪
এক বিন্দুতে দুই ভাই

থ্রোয়ারে ছোড়া বল তামিম ইকবালের প্যাডে লাগতেই নাফিস ইকবালের জোরালো আবেদন। তামিম ‘ওপরে, ওপরে’ বলে নাকচ করতে চাইলেন। নাফিস সেটি শুনছেন কোথায়? আবেদন করেই যাচ্ছেন। শেষে আম্পায়ারের ভূমিকায় দাঁড়ানো দলের ট্রেনার নিক লি রায় দিলেন ছোট ভাইয়ের পক্ষে। এবার তামিমের মুখে হাসির ঢেউ!

বিরস বদনে বোলিং প্রান্তে ফিরে যাওয়া নাফিস পরের বলটা সে কারণেই কিনা দিলেন বাউন্সার! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে গতকাল পড়ন্ত বিকেলে দুই ভাইয়ের মধ্যে বেশ মধুর লড়াই যেন হলো। একটা সময় নাফিস-তামিম তো বটেই, বন্দরনগরী চট্টগ্রামের ক্রিকেট-প্রেমী মানুষেরাও স্বপ্ন দেখতেন, চট্টলার দুই গর্বিত ভাই একদিন জুটি বাঁধবেন বাংলাদেশের হয়ে। ওপেনিংয়ে নেমে বাংলাদেশের হয়ে সৃষ্টি করবেন একের পর এক গৌরবগাথা। সেই স্বপ্ন অধরাই থেকে গেছে। এ স্বপ্ন পূরণ না হলেও দুজনের ‘জুটি’ হলো আরেকভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন নাফিস। অন্যদিকে তামিম তো ওয়ানডে দলেরই অধিনায়ক। তবে তামিমের চোটের সঙ্গে লড়াই আর টি-টোয়েন্টি থেকে দূরে থাকায় দুই ভাইয়ের বাংলাদেশ দলের জার্সিতে ফের দেখা হলো গতকাল ঘরের উঠানেই। এখন থেকে নিয়মিত তামিমের সঙ্গে কাজ করা হবে নাফিসের। এ যেন একদিকে আফসোস, দীর্ঘশ্বাস, অন্যদিকে ভালো লাগার গল্প।

গতকাল সন্ধ্যায় মাঠের সেই অভিজ্ঞতার গল্প শোনালেন নাফিস, ‘স্বাভাবিকভাবেই একসঙ্গে জাতীয় পর্যায়ে দুই ভাইয়ের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। সে (তামিম) খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে বলেন আর আমি ম্যানেজার হিসেবে। যেহেতু আমি খেলা ছেড়ে দিয়েছি, এখন এটাকে (ম্যানেজার) ক্যারিয়ার হিসেবে নিয়েছি। এই লেভেল যেন ভালোভাবে পার করতে পারি। তামিমও তার ধারাবাহিকতা ধরে রাখুক, এটাই চাওয়া।’

মুহূর্তেই নাফিস কিছুটা স্মৃতিমেদুরও হয়ে ওঠেন। বললেন, ‘একটা সময় সুযোগ ছিল দুই ভাইয়ের একসঙ্গে জাতীয় দলে খেলার। আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। আল্লাহ এখন সুযোগ করে দিয়েছেন। দুই ভাইকে একসঙ্গে জাতীয় পর্যায়ে একবিন্দুতে মিলিয়ে দিয়েছেন। এটা দারুণ অনুভূতি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত