Ajker Patrika

দেখে নিন আফগানিস্তান সিরিজে কোন গ্যালারির টিকিটের কত দাম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৬
দেখে নিন আফগানিস্তান সিরিজে কোন গ্যালারির টিকিটের কত দাম 

আফগানিস্তান সিরিজে মাঠে বসে খেলা দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকেরা। সরকারের অনুমতি সাপেক্ষে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ দর্শককে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে টিকিটের দামও চূড়ান্ত করা হয়েছে। 

আগামী পরশু মঙ্গলবার থেকে শুরু হবে ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে, সাগরিকার বিটাক মোড়ে। টিকিট বুথ খোলা হবে সকাল ৯টায়। বিক্রি চলবে ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদি টিকিট অবিক্রীত থাকে তবে ম্যাচের দিনও পাওয়া যাবে। 

গ্যালারির ছাদের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে হলে লাগবে ৩০০ টাকা। আর পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ১৫০ টাকা। 

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত