Ajker Patrika

বাংলাদেশ সফরে আফগানদের পূর্ণ শক্তির দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩৪
বাংলাদেশ সফরে আফগানদের পূর্ণ শক্তির দল

তিন ম্যাচ ওয়ানডে আর দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান। ঢাকা থেকে সরাসরি সিলেটে গেছেন আফগানরা। সেখানে এক সপ্তাহের ক্যাম্প শেষে চট্টগ্রাম যাবেন তারা।

এর মধ্যে আজ দুপুরে এক বিবৃতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানরা। ১৬ সদস্যের ওয়ানডে দলে রিজার্ভ হিসেবে আছেন দুজন। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে উসমান ঘানিকে। দলে ফিরেছেন মোহাম্মদ নবী ও ইব্রাহিম জাদরান।

টি-টোয়েন্টি সিরিজের জন্যও ১৬ সদস্যের দল দিয়েছে আফগানরা। 

ওয়ানডে দল
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবাদিন নায়েব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই। 

রিজার্ভ: কাইস আহমেদ ও সেলিম সাফি। 

টি-টোয়েন্টি দল
মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসুদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান গনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত