‘আমি বাংলাদেশে থাকতেই এসেছি’
সময়টা অল্প। একজন কোচকে নতুন চ্যালেঞ্জ জিততে হলে তাঁকে দিতে হবে লম্বা সময়, আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন কাবরেরার এক পূর্বসূরি টম সেইন্টফিট। কাবরেরার মতো অতীতের সব কোচ এই দেশে এসেই শুরুতে আশা দিয়েছেন। কিন্তু দিন যত গেছে, বাংলাদেশ নিয়ে তাদের আশা পরিণত হয়েছে হতাশায়। অধিকাংশ কোচের দায়িত্বও