Ajker Patrika

গাম্বিয়ায় সাফল্য পাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাম্বিয়ায় সাফল্য পাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ 

মাত্র দুই মাসের জন্য বাংলাদেশের কোচ হয়েছিলেন। তাঁর কোচিংয়ে ভুটানের কাছে লজ্জার হারে লম্বা সময়ের নির্বাসনে চলে গিয়েছিল জাতীয় ফুটবল দল। তবে সেই হারে টম সেইন্টফিটের যতটা না দায় ছিল, তার চেয়ে বড় দোষ ছিল গোল করতে না পারা স্ট্রাইকারের অভাব। গোল করার মতো ফুটবলার পেলে কী করা সম্ভব সেটা র‍্যাঙ্কিংয়ের ১৫০ তম স্থানে থাকা গাম্বিয়াকে দিয়েই বুঝিয়ে দিয়েছেন বেলজিয়ান সেইন্টফিট। 

নাইজেরিয়া, মিশর, আইভরি কোস্টের মতো পরাশক্তিদের ভিড়ে গাম্বিয়াকে আফ্রিকান কাপ অব নেশনসে গাম্বিয়াকে তলানির দল বলাই যায়। ২৪ দলের টুর্নামেন্টে সবচেয়ে নিচু র‍্যাঙ্কিংয়ের দলটাই আজ অপরাজিত থেকে উঠেছে নক আউট পর্বে। গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৩০ তম দল তিউনিশিয়াকে। 

আফ্রিকান কাপ অব নেশনসের ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়েছে গাম্বিয়া। তিন ম্যাচে সাত পয়েন্টে রানার্সআপ হয়েছে দলটি। সমান সাত পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে গাম্বিয়াকে টপকে চ্যাম্পিয়ন হয়েছে মালি। আগামী সোমবার দ্বিতীয় রাউন্ডে গিনির বিপক্ষে খেলবে সেইন্টফিটের দল। 

ফুটবলারদের পায়ে সাফল্য পেয়েছে গাম্বিয়া। পাশাপাশি সেইন্টফিটের অবদানকেও খাটো করে দেখা চলে না। ২০১৬ সালে বাংলাদেশ থেকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, মালি হয়ে ২০১৮ সালের ১৮ জুলাই গাম্বিয়ার দায়িত্ব নেন বেলজিয়ান কোচ। সেইন্টফিট কোচ হওয়ার পাঁচ বছর সর্বশেষ তানজানিয়ার বিপক্ষে আন্তর্জাতিক জয় পেয়েছিল গাম্বিয়া। দায়িত্ব নিয়ে চার বছর ধরে দলটাকে ধীরে ধীরে সাজিয়েছেন তিনি। পেয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সব রকম সাহায্য। নিজের পছন্দের কাঠামোতে দল সাজিয়ে শূন্য থেকে গাম্বিয়াকে শীর্ষে তুলছেন সেইন্টফিট। 

সেইন্টফিটের এই সাফল্যে হাহাকার বাড়তে পারে বাংলাদেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশের ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র কোচ, যার ছিল আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ের রেকর্ড। এই দেশের ভঙ্গুর ফুটবল কাঠামোকে নতুন করে সাজাতে যেমন অভিজ্ঞতার দরকার ছিল তেমন কেউই এর আগে আসেননি এই দেশের ফুটবলে। সেইন্টফিটকে পেয়েও ধরে রাখতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাঁর মতো কাউকে আনার চেষ্টা যে হয়েছে সেটাও বলা চলে না। 

সেইন্টফিটের উত্তরসূরি জেমি ডে হয়ে এখন অনভিজ্ঞ হাভিয়ের কাবরেরার হাতে জামাল ভূঁইয়াদের দায়িত্ব সঁপেছে বাফুফে। স্প্যানিশ এই কোচ আদৌ সফল হতে পারবেন কিনা সেটা সময়ই বলবে। তবে সঠিক ইচ্ছা আর কাঠামো পেলে যে সাফল্য আনা সম্ভব সেটা গাম্বিয়াকে দিয়েই প্রমাণ করেছেন ৪৮ বছর বয়সী সেইন্টফিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত