Ajker Patrika

ভারতকে হারিয়েও বাংলাদেশের শিরোপার আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতকে হারিয়েও বাংলাদেশের শিরোপার আক্ষেপ

শিরোপা-উৎসব করতে হলে শুধু জয়ই যথেষ্ট ছিল না; ব্যবধানটা হতে হতো অন্তত দুই গোলের। বাংলাদেশ এই সমীকরণটা মেলাতে পারেনি। 

ভারতের জামশেদপুরে টাটা স্পোর্টস কমপ্লেক্সে আজ স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। দুই দলের পয়েন্ট সমান ৯ করে হলেও রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে শেষ পর্যন্ত গোল ব্যবধানে বাংলাদেশের (+৩) চেয়ে এগিয়ে থাকা ভারতই (+ ১১) পেয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বাদ। 

আগ্রাসী ফুটবলের পসরা মেলে একের পর এক আক্রমণ শানিয়েছে বাংলাদেশ। কিন্তু মিলছিল না কাঙিক্ষত গোলের দেখা। দ্বিতীয়ার্ধে সেটাও মিলেছে আকলিমা খাতুনের দারুণ শটে। তাতে প্রবলভাবে জেগে উঠেছিল শিরোপার সম্ভাবনা। কিন্তু শেষ পর্যন্ত বিষাদই সঙ্গী হয়েছে। 

ভারতকে হারিয়ে প্রথম লেগে হারের বদলা নেওয়া হলেও শিরোপা তাদের দিয়েই ফিরতে হচ্ছে গোলাম রব্বানী ছোটনের দলকে। 

বয়সভিত্তিক এই আসরের মুকুটও হারিয়েছে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়েই শিরোপা-উৎসব করেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত