Ajker Patrika

আবাহনীকে টপকে শীর্ষে বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবাহনীকে টপকে শীর্ষে বসুন্ধরা কিংস

ম্যাচ তখন বিরতিতে। বেঞ্চের খেলোয়াড়রা মাঠে নেমে পড়লেন নিজেদের শানিয়ে নিতে। রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটি জিততে কতটা উন্মুখ, সেটা বোঝাতে এই তথ্যটাই যথেষ্ট। শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের ডেরায় কোনো অঘটন ঘটাতে পারেনি রহমতগঞ্জ। বরং প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিক বসুন্ধরা কিংস। আজ ঘরের মাঠে কিংসের জয়ের ব্যবধান ৩-২।

ম্যাচটা যে থ্রিলার উপহার দিয়েছে এই ফলটাই বলে দিচ্ছে। শেষ দিকে অবশ্য দুবার সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। কিন্তু দ্বিতীয়ার্ধের কিংসের চোয়ালবদ্ধ রক্ষণ পূর্ণ তিন পয়েন্টের স্বস্তি দেয় গ্যালারি ভর্তি দর্শকদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে এনিয়ে টানা চার ‌ম্যাচ জিতল তারা। যদিও লিগে তাদের শুরুটা হয়েছিল হার দিয়ে। ধাক্কাটা দারুণভাবেই সামলে নিল কিংস।

ম্যাচের মূল যা আকর্ষণ তা ছিল প্রথমার্ধেই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। এ সময়ে দুই দল করে চার গোল। রহমতগঞ্জের দুটোই গোলই এসেছে সানডো চিজোবার সৌজন্যে। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নাইজেরিয়ান ফরওয়ার্ড যে গোলটা করেছেন তা নিয়ে অবশ্য কিছুটা বিতর্ক আছে। প্রশ্ন উঠছে, রহমতগঞ্জ পেনাল্টি পাপ্য ছিল তো?

চিজোভার গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। এর আগে তার গোলেই ২৮ মিনিটে ম্যাচে প্রথমবার লিড নিয়েছিল অতিথিরা। চার মিনিট বাদেই বসুন্ধরাকে সমতায় ফেরান রবসন দ্য সিলভা। ৪৪ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের দারুণ গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় স্বাগতিক শিবির। কিন্তু গোলটা আগলে রাখা গেল না রক্ষণের ভুলে।

প্রথমার্ধে গোলবন্যা হলেও দ্বিতীয়ার্ধে গোলটা হয়ে উঠল সোনার হরিণ। ৭৫ মিনিটে কাঙ্খিত গোলে দ্বিতীয়বার ম্যাচে লিড নেয় বসুন্ধরা। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে ইয়াসিন আরাফাত যে গোলটা করেছেন সেটার বিশেষণ এক কথায় অসাধারণ। এই গোলের ওপর দাঁড়িয়ে টানা চতুর্থ জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস।

দুর্দান্ত এই জয়ে আবাহনী লিমিটেডকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল কিংসা। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমে গেছে ধানমন্ডির ক্লাবটি। পাঁচ ম্যাচে এক পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে আছে রহমতগঞ্জ। তাদের অবস্থান ১১ নম্বরে। দ্বাদশ স্থানে থাকা মুক্তিযোদ্ধা সংসদ চার ম্যাচ খেলেও পয়েন্ট পায়নি।

বসুন্ধরা কিংস এরিনা রাজধানী থেকে একটু দূরে; সিটি কর্পোরেশনের বাইরে। প্রায় রূপঞ্জের কাছাকাছি। এমন একটা জায়গায় ম্যাচে দর্শক হবে কিনা এনিয়ে একটা দুশ্চিন্তা থাকলেও সেটা উবে গেছে। গ্যালারিতে পর্যাপ্ত দর্শকের উপস্থিতি দেখা গেল। ৫০ টাকা মূল্যে টিকিট কাটলেই বসুন্ধরার বাসে চড়ে মাঠে আসার সুযোগ পাচ্ছেন তারা। ঘরের মাঠে প্রিয় ক্লাবের দুই জয় দেখে খুশি মনেই বাড়ি ফিরেছেন দর্শকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত