দাদা জানেন, বাংলাদেশের ছেলেরা মাঠে আমার সঙ্গে কী আচরণ করে
মাঠে সুনীল ছেত্রীর ফুটবল যেন স্বস্তির পরশ। তবে বলা হয়, সংবাদ সম্মেলনের ছেত্রী যেন আরও বেশি মজার! আজকেই যেমন। বাকি তিন দলের সংবাদ শেষ হয়ে গেছে। কিন্তু ভারতীয় সংবাদ সম্মেলন যেন শেষই হতে চায় না। যতক্ষণ সংবাদ সম্মেলনে রইলেন, নিজের চিরচেনা রসবোধ দিয়ে মাতিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক। তাঁর কৌতুকের কিছু অংশ জম