কঠিন পথ পাড়ি দিয়েই পঞ্চগড়ের ফারিহার রেকর্ড
টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ, সেটিও আবার এশিয়া কাপে—ইতিহাস গড়তে এর চেয়ে ভালো মঞ্চ আর কোথায় পেতেন ফারিহা ইসলাম তৃষ্ণা! আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন তৃষ্ণা। অভিষেকে দারুণ কিছু করতে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন এই বা