মোহাম্মদ নওয়াজের করা ইনিংসের ১৩তম ওভারের পরপর দুই বলে ফিরলেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে পাকিস্তানি স্পিনারকে হ্যাটট্রিক করতে দেননি অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৭ রান জমা পড়তেই হারিয়ে ফেলে টপ-অর্ডারের ২ উইকেট।
বাংলাদেশের ‘মেক শিফট’ ওপেনিং জুটি ভাঙে দলীয় ২৫ রানে, মেহেদি হাসান মিরাজের (১০) বিদায়ে। ফের ব্যর্থ আরেক ওপেনার সাব্বির রহমান ১৮ বলে করেছেন ১৪ রান। এরপর লিটন ও আফিফ হোসেনের ব্যাটে ধীরে-সুস্থে এগোচ্ছিল বাংলাদেশ।
কিন্তু তাতে বড় ধাক্কা দেন নওয়াজ। দলীয় ৮৭ রানে লিটন ফেরেন ২৬ বলে ৩৫ রান করে। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মোসাদ্দেক (০)। দলকে বিপদে রেখে বিদায় নেন আফিফও (২৫)। সোহানও (৮) বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভারে বাংলাদেশের রান ১০৩। ব্যাটিংয়ে আছেন ইয়াসির আলী (৩) ও তাসকিন আহমেদ (০)। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৮ বলে ৬৫ রান। এই ম্যাচেও নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার-উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ৫০ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে পাকিস্তান ৫ উইকেটে সংগ্রহ পায় ১৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। অধিনায়ক বাবর আজম করেন ২২ রান।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মিরাজ।
মোহাম্মদ নওয়াজের করা ইনিংসের ১৩তম ওভারের পরপর দুই বলে ফিরলেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে পাকিস্তানি স্পিনারকে হ্যাটট্রিক করতে দেননি অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৭ রান জমা পড়তেই হারিয়ে ফেলে টপ-অর্ডারের ২ উইকেট।
বাংলাদেশের ‘মেক শিফট’ ওপেনিং জুটি ভাঙে দলীয় ২৫ রানে, মেহেদি হাসান মিরাজের (১০) বিদায়ে। ফের ব্যর্থ আরেক ওপেনার সাব্বির রহমান ১৮ বলে করেছেন ১৪ রান। এরপর লিটন ও আফিফ হোসেনের ব্যাটে ধীরে-সুস্থে এগোচ্ছিল বাংলাদেশ।
কিন্তু তাতে বড় ধাক্কা দেন নওয়াজ। দলীয় ৮৭ রানে লিটন ফেরেন ২৬ বলে ৩৫ রান করে। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মোসাদ্দেক (০)। দলকে বিপদে রেখে বিদায় নেন আফিফও (২৫)। সোহানও (৮) বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভারে বাংলাদেশের রান ১০৩। ব্যাটিংয়ে আছেন ইয়াসির আলী (৩) ও তাসকিন আহমেদ (০)। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৮ বলে ৬৫ রান। এই ম্যাচেও নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার-উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ৫০ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে পাকিস্তান ৫ উইকেটে সংগ্রহ পায় ১৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। অধিনায়ক বাবর আজম করেন ২২ রান।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মিরাজ।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৪ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে