Ajker Patrika

১৪ রান করতেই ৪ উইকেট হারাল বাংলাদেশ

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১২: ০২
১৪ রান করতেই ৪ উইকেট হারাল বাংলাদেশ

মোহাম্মদ নওয়াজের করা ইনিংসের ১৩তম ওভারের পরপর দুই বলে ফিরলেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে পাকিস্তানি স্পিনারকে হ্যাটট্রিক করতে দেননি অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৭ রান জমা পড়তেই হারিয়ে ফেলে টপ-অর্ডারের ২ উইকেট।

বাংলাদেশের ‘মেক শিফট’ ওপেনিং জুটি ভাঙে দলীয় ২৫ রানে, মেহেদি হাসান মিরাজের (১০) বিদায়ে। ফের ব্যর্থ আরেক ওপেনার সাব্বির রহমান ১৮ বলে করেছেন ১৪ রান। এরপর লিটন ও আফিফ হোসেনের ব্যাটে ধীরে-সুস্থে এগোচ্ছিল বাংলাদেশ। 

কিন্তু তাতে বড় ধাক্কা দেন নওয়াজ। দলীয় ৮৭ রানে লিটন ফেরেন ২৬ বলে ৩৫ রান করে। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মোসাদ্দেক (০)। দলকে বিপদে রেখে বিদায় নেন আফিফও (২৫)। সোহানও (৮) বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভারে বাংলাদেশের রান ১০৩। ব্যাটিংয়ে আছেন ইয়াসির আলী (৩) ও তাসকিন আহমেদ (০)। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৮ বলে ৬৫ রান। এই ম্যাচেও নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার-উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ৫০ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে পাকিস্তান ৫ উইকেটে সংগ্রহ পায় ১৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। অধিনায়ক বাবর আজম করেন ২২ রান। 

বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত