ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে অন্য দল পাকিস্তান। এই সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন জেমি সিডন্স।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড এ বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ১০টি। কিউইরা জিতেছে ৯ ম্যাচে, হেরেছে মাত্র এটিতে। আর ১৪ ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে ছয় ম্যাচ, হেরেছে আট ম্যাচ। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়া এশিয়া কাপে রানার্সআপ হয়েছে পাকিস্তান। এই তিন দলের মধ্যে বাংলাদেশের পরিসংখ্যান কিছুটা বিবর্ণ। ১২ ম্যাচে জিতেছে মাত্র চার ম্যাচে, হেরেছে সাতটিত, এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সিডন্স এসবে চিন্তিত নন। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেছেন, ‘নিউজিল্যান্ড গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। পাকিস্তান খুবই ভালো টি-টোয়েন্টি দল। তবে হ্যাঁ, আমরা যদি তাদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য প্রস্তত হওয়ার পথে ভালোভাবেই এগোব আমরা।’
বর্তমান বাংলাদেশ দলে সাকিব আল হাসান বাদে আর কোনো সিনিয়র ক্রিকেটার নেই। সিনিয়রদের অনুপস্থিতিতেও বাংলাদেশ ভালো করতে তৈরি বলে মনে করেন সিডন্স, ‘তামিম-লিটনের জায়গায় সাব্বির আর মিরাজ ওপেনিংয়ে খেলেছে। লিটন তিন-চারে খেলছে। কয়েকজন সিনিয়র নেই। তবে তরুণেরা খুব উদ্যমী।’
৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। ৯ ও ১২ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, যা গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেরা দুইয়ে থাকলে ১৪ অক্টোবরের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবদের। সিরিজের সব ম্যাচ হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে অন্য দল পাকিস্তান। এই সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন জেমি সিডন্স।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড এ বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ১০টি। কিউইরা জিতেছে ৯ ম্যাচে, হেরেছে মাত্র এটিতে। আর ১৪ ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে ছয় ম্যাচ, হেরেছে আট ম্যাচ। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়া এশিয়া কাপে রানার্সআপ হয়েছে পাকিস্তান। এই তিন দলের মধ্যে বাংলাদেশের পরিসংখ্যান কিছুটা বিবর্ণ। ১২ ম্যাচে জিতেছে মাত্র চার ম্যাচে, হেরেছে সাতটিত, এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সিডন্স এসবে চিন্তিত নন। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেছেন, ‘নিউজিল্যান্ড গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। পাকিস্তান খুবই ভালো টি-টোয়েন্টি দল। তবে হ্যাঁ, আমরা যদি তাদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য প্রস্তত হওয়ার পথে ভালোভাবেই এগোব আমরা।’
বর্তমান বাংলাদেশ দলে সাকিব আল হাসান বাদে আর কোনো সিনিয়র ক্রিকেটার নেই। সিনিয়রদের অনুপস্থিতিতেও বাংলাদেশ ভালো করতে তৈরি বলে মনে করেন সিডন্স, ‘তামিম-লিটনের জায়গায় সাব্বির আর মিরাজ ওপেনিংয়ে খেলেছে। লিটন তিন-চারে খেলছে। কয়েকজন সিনিয়র নেই। তবে তরুণেরা খুব উদ্যমী।’
৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। ৯ ও ১২ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, যা গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেরা দুইয়ে থাকলে ১৪ অক্টোবরের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবদের। সিরিজের সব ম্যাচ হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৪০ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
২ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
২ ঘণ্টা আগে