নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে বেশ দেরিতেই দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে আজ নিউজিল্যান্ডে পোঁছেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব যোগ দেওয়ায় দল পরিপূর্ণ হয়েছে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আজ কথা বলেন মিরাজ। সাকিবের দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে এই অলরাউন্ডার বলেন, 'সাকিব ভাই আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। কারণ, শেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারব।'
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেননি সাকিব। নিউজিল্যান্ডেও দলের সঙ্গে যুক্ত হলেন একেবারে শেষ মুহুর্তে। শেষ পর্যন্ত যে যুক্ত হতে পেরেছেন, এটাই বোধহয় এই মুহূর্তে স্বস্তির খবর বাংলাদেশ দলের জন্য। সাকিবকে ছাড়া গত কদিন নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন মিরাজ, 'আলহামদুল্লিলাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যে তিনদিন প্রস্তুতি নিয়েছি খুবই ভালো প্রস্তুতি হয়েছে। প্রস্তুতিটা আমরা নির্দিষ্ট করে করেছি, যার যতটুকু দরকার ঠিক ততটুকুই।'
নিউজিল্যান্ডে বাংলাদেশের জন্য খেলার বাইরে আরেকটা চ্যালেঞ্জ থাকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। কাজটা সহজ না হলেও সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে মনে করেন মিরাজ। তিনি বলেন, 'প্র্যাকটিস সেশন খুব একটা সহজ ছিল না। কারণ, এখানে একটু বেশিই ঠাণ্ডা। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে, এটা আমাদের দলের জন্য ভালো ও ইতিবাচক দিক।'
ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে বেশ দেরিতেই দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে আজ নিউজিল্যান্ডে পোঁছেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব যোগ দেওয়ায় দল পরিপূর্ণ হয়েছে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আজ কথা বলেন মিরাজ। সাকিবের দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে এই অলরাউন্ডার বলেন, 'সাকিব ভাই আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। কারণ, শেষ সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন আমাদের পরিপূর্ণ দল হয়েছে। আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারব।'
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেননি সাকিব। নিউজিল্যান্ডেও দলের সঙ্গে যুক্ত হলেন একেবারে শেষ মুহুর্তে। শেষ পর্যন্ত যে যুক্ত হতে পেরেছেন, এটাই বোধহয় এই মুহূর্তে স্বস্তির খবর বাংলাদেশ দলের জন্য। সাকিবকে ছাড়া গত কদিন নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন মিরাজ, 'আলহামদুল্লিলাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যে তিনদিন প্রস্তুতি নিয়েছি খুবই ভালো প্রস্তুতি হয়েছে। প্রস্তুতিটা আমরা নির্দিষ্ট করে করেছি, যার যতটুকু দরকার ঠিক ততটুকুই।'
নিউজিল্যান্ডে বাংলাদেশের জন্য খেলার বাইরে আরেকটা চ্যালেঞ্জ থাকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। কাজটা সহজ না হলেও সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে মনে করেন মিরাজ। তিনি বলেন, 'প্র্যাকটিস সেশন খুব একটা সহজ ছিল না। কারণ, এখানে একটু বেশিই ঠাণ্ডা। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে, এটা আমাদের দলের জন্য ভালো ও ইতিবাচক দিক।'
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১১ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৩ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৩ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৪ ঘণ্টা আগে