Ajker Patrika

আইসিসির মাস সেরার মনোনয়নে জ্যোতি

আইসিসির মাস সেরার মনোনয়নে জ্যোতি

সেপ্টেম্বর মাসের আইসিসির সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ২৫ বছর বয়সী তারকার সঙ্গে আছেন ভারতের দুই ক্রিকেটার হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা। মনোনয়ন পাওয়া তিনজনই দক্ষিণ এশিয়ার।

জ্যোতির নেতৃত্বে আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নেতৃত্বের পাশাপাশি বল ও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন তিনি।

বাছাইয়ের প্রথম ম্যাচে জ্যোতির ৫৩ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে ১৪৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ম্যাচটিতে আইরিশদের ১৪ রানে হারায় বাংলাদেশের মেয়েরা। স্কটল্যান্ডের বিপক্ষে ৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন জ্যোতি। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেন ৫৬ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস।

পুরো টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন জ্যোতি। পাঁচ ম্যাচে ৪৫ গড় ও ১০৫.২৬ স্ট্রাইক রেটে করেন ১৮০ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত