সেই দশরথেই উড়ে গেল বাংলাদেশ
একই সময়ে নারী-পুরুষ দলকে ঘিরে দুই রকম দৃশ্য। সাফের সাফল্যে যখন সংবর্ধনা নিতে ব্যস্ত নারী ফুটবলাররা, ছেলেদের দল তখন লড়ছে হারের ব্যবধান কতটা কমানো যায় সেই লড়াইয়ে। যে দশরথ স্টেডিয়ামে এক সপ্তাহ আগে নেপালকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশের নারী ফুটবলাররা, সেই একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে কূল-কিনারাই খ