৫০০ ও ১০০০ টাকার নোট আসল না জাল চিনবেন যেভাবে
ঈদের আগে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে, বিশেষ করে ৫০০ ও ১০০০ টাকার নোটের ক্ষেত্রে প্রতারণার চেষ্টা বেশি হয়। আসল নোট চেনার জন্য জলছাপ, রং পরিবর্তনশীল কালি, সিকিউরিটি থ্রেড, মাইক্রোপ্রিন্ট ও কাগজের মান পরীক্ষা করা জরুরি। সচেতন থাকলে সহজেই জাল নোট শনাক্ত করে প্রতারণা এড়ানো সম্ভব।