চুরি করে ঘিয়ের চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া ভালো: ধর্ম উপদেষ্টা
আমরা কেবল ব্যক্তিগত স্বার্থ দেখি, যা সমাজে দুর্নীতিকে উসকে দেয়। চুরি করে ঘি খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া অনেক ভালো। ভালো হতে কোনো ব্যয় লাগে না, শুধু সদিচ্ছা প্রয়োজন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে ড. খালিদ হোসেন বলেন, ঘুষের নতুন নাম হয়েছে ‘স্পিড মানি’