অনলাইন ডেস্ক
অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও বেশ কিছু চ্যালেঞ্জ এখনো বিদ্যমান, যা পুনরুদ্ধারের পথকে বাধাগ্রস্ত করতে পারে। আজ মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক বা ২০২৫-এর দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গত কয়েক মাসে রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। যার ফলে চলতি হিসাবের ভারসাম্য আগের চেয়ে উন্নত হয়েছে। তবে মূল্যস্ফীতি, বিনিয়োগ সংকট, রাজস্ব ঘাটতি ও কর্মসংস্থানের সুযোগের সংকোচন অর্থনীতিতে চাপ অব্যাহত রেখেছে।
এমসিসিআই জানায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে ৩৪৭ কোটি ডলার ঘাটতির বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ৩৩ মিলিয়ন ডলারের উদ্বৃত্ত এসেছে, যা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া সরকারের আর্থিক হিসাবের উন্নতির কারণে দেশের সামগ্রিক ভারসাম্যের ঘাটতি কমে এসেছে। মূলধন হিসাবের ৩৫ শতাংশ বৃদ্ধি হয়েছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতার একটি সৃজনশীল পদক্ষেপ।
এমসিসিআই মনে করে, স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ বজায় রাখতে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অর্থনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এ কারণে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির ফলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা সম্ভব হতে পারে বলে মনে করছে এমসিসিআই। দেশীয় অর্থনীতির সামগ্রিক উন্নতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সম্ভব হলে পরবর্তী সময়ের মধ্যে অর্থনীতি আরও সুদৃঢ় হবে। তবে এ ক্ষেত্রে কিছু অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন।
অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও বেশ কিছু চ্যালেঞ্জ এখনো বিদ্যমান, যা পুনরুদ্ধারের পথকে বাধাগ্রস্ত করতে পারে। আজ মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক বা ২০২৫-এর দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গত কয়েক মাসে রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। যার ফলে চলতি হিসাবের ভারসাম্য আগের চেয়ে উন্নত হয়েছে। তবে মূল্যস্ফীতি, বিনিয়োগ সংকট, রাজস্ব ঘাটতি ও কর্মসংস্থানের সুযোগের সংকোচন অর্থনীতিতে চাপ অব্যাহত রেখেছে।
এমসিসিআই জানায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে ৩৪৭ কোটি ডলার ঘাটতির বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ৩৩ মিলিয়ন ডলারের উদ্বৃত্ত এসেছে, যা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া সরকারের আর্থিক হিসাবের উন্নতির কারণে দেশের সামগ্রিক ভারসাম্যের ঘাটতি কমে এসেছে। মূলধন হিসাবের ৩৫ শতাংশ বৃদ্ধি হয়েছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতার একটি সৃজনশীল পদক্ষেপ।
এমসিসিআই মনে করে, স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ বজায় রাখতে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অর্থনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এ কারণে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির ফলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা সম্ভব হতে পারে বলে মনে করছে এমসিসিআই। দেশীয় অর্থনীতির সামগ্রিক উন্নতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সম্ভব হলে পরবর্তী সময়ের মধ্যে অর্থনীতি আরও সুদৃঢ় হবে। তবে এ ক্ষেত্রে কিছু অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন।
আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ৩৭ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার না হলে বাংলাদেশের প্রধান রপ্তানি খাতকে প্রতি মাসে গড়ে ২৫০ মিলিয়ন ডলার শুল্ক পরিশোধ করতে হবে। এতে প্রায় ১ হাজার কারখানা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই শুল্ক প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা
১ ঘণ্টা আগেদেশের গুরুত্বপূর্ণ দু’টি গ্যাসক্ষেত্র তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে গ্যাসের মজুদের উপস্থিতি নিশ্চিত করতে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড
১ ঘণ্টা আগেভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি, জনবল নিয়োগ ও পরিবহন খরচ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার।
১ ঘণ্টা আগেসরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আরো ১২ হাজার ৫০০ টন আতপ চাল আমদানি করা হয়েছে। আজ শনিবার চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২ ঘণ্টা আগে