Ajker Patrika

ব্যাংকের নগদ জমা সংরক্ষণ কমে ৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

দেশের ব্যাংকিং খাতে আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার পরিবর্তন করা হয়েছে। এত দিন ব্যাংকগুলোকে আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। তবে আগামীকাল বুধবার থেকে দৈনিক ন্যূনতম ৩ শতাংশ অর্থ জমা রাখলেই চলবে। এই পরিবর্তনের ফলে ব্যাংকগুলোর বিনিয়োগযোগ্য তহবিল বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতে তারল্য সরবরাহ বাড়াতে সহায়ক হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা রাখতে হয়।

মুদ্রানীতি কাঠামো আরও উন্নত করা এবং তারল্য ব্যবস্থাপনাকে সুসংহত করার লক্ষ্যে আজ বুধবার থেকে নতুন নিয়ম কার্যকর হবে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, দৈনিক নগদ জমা সংরক্ষণের হার কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে হার ৪ শতাংশ অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মার্চ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ২৮ দিনের রেপো সুবিধা বন্ধ করা হবে। এরপর জুন মাসে বন্ধ হবে ১৪ দিনের রেপো সুবিধা। এর ফলে ব্যাংকগুলো শুধু সপ্তাহে এক দিন, মঙ্গলবার, কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদহারে ঋণ নিতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত