Ajker Patrika

ব্যাংকের নগদ জমা সংরক্ষণ কমে ৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

দেশের ব্যাংকিং খাতে আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার পরিবর্তন করা হয়েছে। এত দিন ব্যাংকগুলোকে আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। তবে আগামীকাল বুধবার থেকে দৈনিক ন্যূনতম ৩ শতাংশ অর্থ জমা রাখলেই চলবে। এই পরিবর্তনের ফলে ব্যাংকগুলোর বিনিয়োগযোগ্য তহবিল বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতে তারল্য সরবরাহ বাড়াতে সহায়ক হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা রাখতে হয়।

মুদ্রানীতি কাঠামো আরও উন্নত করা এবং তারল্য ব্যবস্থাপনাকে সুসংহত করার লক্ষ্যে আজ বুধবার থেকে নতুন নিয়ম কার্যকর হবে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, দৈনিক নগদ জমা সংরক্ষণের হার কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে হার ৪ শতাংশ অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মার্চ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ২৮ দিনের রেপো সুবিধা বন্ধ করা হবে। এরপর জুন মাসে বন্ধ হবে ১৪ দিনের রেপো সুবিধা। এর ফলে ব্যাংকগুলো শুধু সপ্তাহে এক দিন, মঙ্গলবার, কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদহারে ঋণ নিতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ

খুলনার কমিশনার, ১৩ এসপিসহ পুলিশের ২২ কর্মকর্তাকে বদলি

দল বিলুপ্ত করে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, প্রার্থী হবেন ধানের শীষের

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...